/indian-express-bangla/media/media_files/2025/01/17/JxZ42lnN5FLkXJBdnXu1.jpg)
Midnapore Medical College: মেদিনীপুর মেডিক্যাল কলেজে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের।
Doctors on strike at Medinipur Medical to protest suspension in saline case: এবার অনির্দিষ্টকালীন কর্মবিরতি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। স্যালাইন-কাণ্ডে (Saline Controversy) হাসপাতালের ১২ চিকিৎসককে সাসপেনশনের প্রতিবাদেই এককাট্টা চিকিৎসকরা এবার আন্দোলনের পথে। শুক্রবার সকাল ৮টা থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিরসকদের একাংশ পূর্ণ কর্মবিরতিতে সামিল হয়েছেন।
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের স্পষ্ট বক্তব্য, যতদিন পর্যন্ত রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে সাসপেনশনের সিদ্ধান্ত প্রত্যাহার করে না নেবে ততদিন তাঁদের এই কর্মবিরতি চলবে। এদিকে স্যালাইন কাণ্ডে ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজের ওই ১২ চিকিৎসকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় FIR দায়ের হয়েছে। CMOH-এর অভিযোগের ভিত্তিতেই এই FIR বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন দেওয়ার পরপর বেশ কয়েকজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। গতকাল সকালে অসুস্থ এক প্রসূতির সদ্যোজাত শিশুরও মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেলে। গোটা ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
গতকাল মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছেন, "মানুষের ভাগ্য যাদের কাছে নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, তারা যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতেন তাহলে মা এবং সন্তানকে বাঁচানো যেত।" স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজের ১২ চিকিৎসককে সাসপেন্ডের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাসপেন্ডেড চিকিৎসকদের মধ্যে ৬ জন রয়েছে জুনিয়র এবং ৬ জন সিনিয়র।
আরও পড়ুন- Tiger Attack: ফের বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর, শোকের ছায়া কুলতলিতে