Advertisment

Tiger Attack: ফের বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর, শোকের ছায়া কুলতলিতে

Tiger Attack: আবারও সুন্দরবনের জঙ্গলে হাড়হিম কাণ্ড। কাঁকড়া ধরতে গিয়েছিলেন ওই মৎস্যজীবী। নৌকার একেবারে পিছনের দিকে বসেছিলেন তিনি।

author-image
Mina Mondal
New Update
Jhargram News,royal bengal tiger,belpahari,tiger,west bengal news,ঝাড়গ্রাম,বেলপাহাড়ি, বাঘ

Royal Bengal Tiger: প্রতীকী ছবি।

Fisherman killed by tiger attack in Sundarbans: আবারও বাঘের আক্রমণে মৃত্যু সুন্দরবনে (Sundarbans)। এবার সুন্দরবনের পিরখালির জঙ্গলের খাঁড়িতে নৌকায় থাকা মৎস্যজীবীর ওপর হামলা প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger)। মারাত্মক হামলায় গুরুতর জখম হন মৎস্যজীবী অজয় সরদার। পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

Advertisment

সুন্দরবনের জঙ্গলে বাঘের আক্রমণে এক মৎস্যজীবীর মৃত্যু হল। কুলতলির কাটাঁমাড়ি গ্রাম থেকে অজয় সরদার-সহ আরও তিন মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলে ধরতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দিনভর কাঁকড়া ধরার কাজ করার পর বিকেলের দিকে তাঁরা পিরখালির জঙ্গলের খাঁড়ির কাছে গিয়েছিলেন। সেই সময় নৌকার একেবারে পিছনের দিকে বসেছিলেন অজয় সরদার নামে ওই ব্যক্তি।

জঙ্গলের ঝোপ থেকে প্রকাণ্ড একটি রয়্যাল বেঙ্গল টাইগার এসে ঝাঁপ নৌকায়। আক্রমণ করে নৌকার পিছনে থাকা অজয় সরদারের ওপর। এদিকে, বাঘ আক্রমণ করেছে দেখে অজয় সরদারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তাঁর সঙ্গীরা। লাঠি,বল্লম নিয়ে পাল্টা বাঘকে আক্রমণ শানায় তাঁরা। উপর্যুপরি আক্রমণে শেষমেশ অজয় সরদারকে ছেড়ে ফের জঙ্গলে পালায় বাঘটি।

আরও পড়ুন- West Bengal News Live: স্যালাইন-কাণ্ডে সাসপেনশনের প্রতিবাদ, মেদিনীপুর মেডিকেলে কর্মবিরতিতে চিকিৎসকরা

Advertisment

তবে বাঘের মারাত্মক আক্রমণে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন মৎস্যজীবী অজয় সরদার। তার মৃতদেহ নিয়ে এরপর গ্রামের উদ্দেশে রওনা দেন বাকি দুই মৎস্যজীবী। কুলতলীর কাঁটামারি গ্রামে তাঁরা ফিরে আসেন। এদিকে এই মৎস্যজীবীর মৃত্যুর খবর জানাজানি হতেই গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন- Bengal Weather Update: গতি পাবে উত্তুরে হাওয়া, কনকনে শীতে কাঁপবে বাংলা! ঠান্ডার জমাটি মেজাজ কবে থেকে?

কান্নায় ভেঙে পড়েছেন নিহত মৎস্যজীবীর পরিবার। কুলতলি থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহটি।

Sundarban Bangla News Bengali News Today Tiger tiger attack news in west bengal news of west bengal
Advertisment