Advertisment

রাজপথে প্রতিবাদের ঢেউ! ডাক্তারদের সিজিও অভিযান, কবে মিলবে বিচার?

Doctors protest: ৯অগাস্ট থেকে আজ ৩১ অগাস্ট কবে মিলবে আরজি কর কাণ্ডে নির্যাতিতার সুবিচার? এর উত্তরের অপেক্ষায় গোটা দেশ। দিকে দিকে জারি প্রতিবাদ-মিছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
CGO RGKAR

কতদূর এগোল তদন্ত? কবে মিলবে সুবিচার? জানতে চেয়ে সিজিও কমপ্লেক্স অভিযান চিকিৎসকদের যৌথ সংগঠনের।

 

Advertisment

Doctors protest: কতদূর এগোল তদন্ত? কবে মিলবে সুবিচার? জানতে চেয়ে সিজিও কমপ্লেক্স অভিযান চিকিৎসকদের যৌথ সংগঠনের। নির্যাতিতার বিচারের দাবিতে রাজপথে পা মেলালেন শিক্ষক থেকে চিকিৎসকরা। নারী নিরাপত্তা থেকে ন্যায়বিচারের দাবিতে উঠল স্লোগান। 

উত্তর থেকে দক্ষিণ প্রতিবাদে মুখর কলকাতা। রাজপথে মিছিলে সামিল হলেন শিক্ষক থেকে চিকিৎসকরা। কতদূর এগোল সিবিআই তদন্ত? কবে মিলবে নির্যাতিতার সুবিচার? এর উত্তর চেয়েই আজ বিকেলে সিজিও কমপ্লেক্স অভিযান করে চিকিৎসকদের যৌথ সংগঠন। নিহত চিকিৎসকের সুবিচারের দাবিতে ফের নাগরিক মিছিল হল শহরের বুকে। তাতে পা মেলালেন অসংখ্য সাধারণ মানুষ।

সেমিনার হলের ভাইরাল ছবিতে লাল জামা পরে উনি কে? চুড়ান্ত রহস্য

৯অগাস্ট থেকে আজ ৩১ অগাস্ট কবে মিলবে আরজি কর কাণ্ডে নির্যাতিতার সুবিচার? এর উত্তরের অপেক্ষায় গোটা দেশ। দিকে দিকে জারি প্রতিবাদ মিছিল। সময় যত এগিয়েছে ততই প্রখর হয়েছে প্রতিবাদের সুর। প্রশ্ন উঠেছে তথ্য প্রমাণ লোপাটেরও। এদিকে সেমিনার হলের ভাইরাল ছবিতে লাল জামা পরে ব্যক্তি কে? তাকে ঘিরে দানা বেঁধেছে চুড়ান্ত রহস্য। 

প্রশ্ন অনেক

গতকাল কলকাতা পুলিশ দাবি করে লাল জামা পরা অবস্থায় যাকে দেখা গিয়েছে, তিনি কলকাতা গোয়েন্দা পুলিশের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট। পুলিশের সেই দাবিকে এবার উড়িয়ে দিল IMA রাজ্য শাখা। IMA রাজ্য শাখার তরফে বলা হয়েছে লাল জামা পরা ওই ব্যক্তি এসএসকেএমের পিজিটি চিকিৎসক অভীক দে। লাল বাজারের দাবিকে কার্যত উড়িয়ে দেয় আইএম এর রাজ্য শাখা। পাশাপাশি IMA রাজ্য শাখা দাবি করেছে ভাইরাল ছবিতে বেগুনি রঙের জামা পরে আরেকজনকে দেখা যাচ্ছে তিনি বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস । কোন ক্ষমতাবলে বহিরাগতরা সেদিন ওই 'ক্রাইম সিনে' পৌঁছে গেলেন সেই প্রশ্নও তোলা হয়েছে IMA-র তরফে। যদিও IMA-র সেই বক্তব্যকে কার্যত খণ্ডন করেন চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস।  

RG Kar Medical College cbi Doctors Death
Advertisment