Donald Trump: সিঁদুর নিয়ে খেলতে চাইছেন ট্রাম্প? ভারতের বক্তব্যকে খারিজ করে ফের মোদীকে বিপাকে ফেলার ষড়যন্ত্র?

Donald Trump On Ceasefire: মোদীর বক্তব্যকে খারিজ! ফের ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে বিস্ফোরক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদীকে বিপাকে ফেলার ষড়যন্ত্র?

Donald Trump On Ceasefire: মোদীর বক্তব্যকে খারিজ! ফের ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে বিস্ফোরক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদীকে বিপাকে ফেলার ষড়যন্ত্র?

author-image
IE Bangla Web Desk
New Update
Major decisions by Donald Trump

মোদীকে বিপাকে ফেলার ষড়যন্ত্র? 'Photograph: (ফাইল ছবি)

Donald Trump On Ceasefire:  মোদীর বক্তব্যকে খারিজ! ফের ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে বিস্ফোরক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব আবার নেওয়ার চেষ্টা মার্কিন প্রেসিডেন্টের।

Advertisment

মহাকাশ গবেষণায় 'বিস্ময়কর' সাফল্য, নতুন গ্রহ আবিষ্কারে অবাক করা কৃতিত্ব বিজ্ঞানীদের, মিলবে প্রাণের সন্ধান?

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কৃতিত্ব আবারও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফের দাবি করেছেন, আমেরিকার যে আমেরিকার সাহায্যেই 'পারমাণবিক যুদ্ধ' এড়ানো সম্ভব হয়েছে। শুক্রবার (৩০ মে, ২০২৫) আবারও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে তিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতিতে সম্মত করিয়েছেন।  তিনি এদিন বলেন, "আমরা ভারত ও পাকিস্তানকে যুদ্ধ থেকে বিরত রেখেছি," ওভাল অফিসে টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমার বিশ্বাস যুদ্ধ যদি চলত তাহলে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারত"। পাশাপাশি ট্রাম্প ভারত ও পাকিস্তানের নে নেতাদের এবং দু'দেশের জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন।

Advertisment

রাশিয়া, চিন,নেহাতই শিশু! এই মুসলিম দেশের ড্রোন প্রযুক্তিতে কাঁপছে বিশ্ব, হাতে রয়েছে সবচেয়ে শক্তিশালী UCAV

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কৃতিত্ব নিজের ঘাড়ে টেনে আনার দাবি এটাই মার্কিন প্রেসিডেন্টের প্রথম নয়।তিনি আগেও বহুবার এই দাবি করেছেন। তবে, প্রতিবারই ট্রাম্পের এই দাবি ভারত প্রত্যাখ্যান করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সংঘর্ষ বিরতি  সম্পর্কে স্পষ্ট করে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের পারস্পরিক সম্মতিতেই সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। পাকিস্তানের ডিজিএমও-র তরফে সংঘর্ষ বিরতির আহ্বান জানানো হয়েছিল। উভয় দেশের ডিজিএমওদের মধ্যে আলোচনার পর সংঘর্ষ বিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। 

Donald Trump India Pakistan Ceasefire