/indian-express-bangla/media/media_files/2025/06/25/donald-trump-nominated-nobel-peace-prize-2025-06-25-10-48-37.jpg)
বারবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি
Donald Trump: আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ফের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি তার উদ্যোগেই সম্ভব হয়েছিল। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি চারটি বড় যুদ্ধও থামিয়েছেন। তবে ইরানের পারমাণবিক অস্ত্রাগার ধ্বংসের প্রসঙ্গকে তিনি এই তালিকায় অন্তর্ভুক্ত করেননি।
আরও পড়ুন- বোমা বিস্ফোরণ মামলায় NIA-র লিস্টে নাম ছিল, তৃণমূলের দাপুটে নেতাকে আটক করল পুলিশ
বারবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি
ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিকবার ভারত-পাকিস্তান সংঘাতের অবসান ঘটানোর দাবি তুলেছেন। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০ বারেরও বেশি তিনি বলেছেন যে তার মধ্যস্থতাতেই যুদ্ধ বন্ধ হয়েছিল। ট্রাম্পের বক্তব্য, ২০২৫ সালের ১০ মে রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয় এবং যার ফলে পারমাণবিক সংঘর্ষের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছিল। যদিও ভারত সরকার তার এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।
ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারর-পাকিস্তান সংঘাতের অবসান কোনও তৃতীয় দেশের হস্তক্ষেপ হয়নি। তার বক্তব্য, ‘অপারেশন সিন্দুর’ চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের মধ্যে কোনও ফোনালাপ হয়নি। তিনি আরও বলেন, ওই সামরিক পদক্ষেপের সঙ্গে বাণিজ্যেরও কোনও যোগসূত্র ছিল না।
অন্যদিকে, নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, বাণিজ্যকে হাতিয়ার করেই তিনি যুদ্ধ থামিয়েছেন। তার কথায়—“আমি ২টি দেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, যদি তারা যুদ্ধ চালিয়ে যায় তবে কোনও বাণিজ্য চুক্তি হবে না। এই চাপের কারণেই সংঘাত শেষ হয়েছে।”