"অপরাধ করলে, অন্যায় করলে আমি আমার দলের ছেলেদেরও রেয়াত করি না। গ্রেফতার করিয়েছি, মন্ত্রী-বিধায়কদেরও ছাড়িনি। কিন্তু আমার ছবি দিয়ে কালি লাগানোর চেষ্টা করলে আলকাতরা আমার হাতেও আছে।" পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর প্রথম বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিজেপি-সহ বিরোধীদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। পুজোর উদ্বোধনে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ছবি ঘিরে বিতর্ক তৈরি হতেই আসরে নামলেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেছেন, "অন্যায়কে আমি সাপোর্ট করি না। অন্যায়কে সাপোর্ট করা আমার জীবনের নেশাও নয়, পেশাও নয়। জেনেশুনে আমি কোনও দিন কাউকে অন্যায় করতে দিইনি। আমি চাই সত্যটা সামনে আসুক। সত্য প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড দিন। আমার কোনও আপত্তি নেই। আমার ছবির সঙ্গে টাকার পাহাড়ের ছবি দিয়ে কুৎসা রটাচ্ছ বিরোধীরা। কয়েকটা রাজনৈতিক দলের আচরণে আমি সত্যিই খুব দুঃখিত। আমি পুজোয় যাই। অর্গানাইজাররা আগে থেকে যদি কাউকে ডেকে রাখে। তাতে আমি কী করতে পারি। তার মানে আমি পুজোর প্যান্ডেলে যাব না? যদি কেউ চোর-ডাকাত হয় তৃণমূল রেয়াত করবে না। কিন্তু অযথা আমার গায়ে কালি ছেটানো হলে আমি ছেড়ে কথা বলব না। আমার হাতেও আলকাতরা আছে।"
মমতা এদিন সাফ জানিয়ে দেন, "কেউ যদি মনে করে আমার সম্মান নষ্ট করবেন তা হলে মনে রাখবেন, আমি যেটা করিনি, সেটা করিনি। মিডিয়া ট্রায়ালের নামে বাড়াবাড়ি করছেন তাঁদের বলব দয়া করে আগুন নিয়ে খেলবেন না। যে অন্যায় করেছে তাঁকে নিয়ে যা খুশি বলুন, কিন্তু আমি যেটা করিনি সেটা নিয়ে আমাকে জড়াবেন না। চিফ জাস্টিসও বলেছেন, মিডিয়া ট্রায়ালের কথা।"
আরও পড়ুন ‘সমস্যা গুরুতর নয়’, পার্থকে ভর্তি নিল না ভুবনেশ্বর AIIMS
নাকতলা উদয়ন সংঘের পুজোর উদ্বোধনে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্পিতার যোগ রয়েছে বলে দাবি করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়েই এদিন অগ্নিশর্মা হলেন মমতা। মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, "কোথায় একটা পুজোর উদ্বোধনে গেছি। সেখানে কে কে রয়েছে আমি কী করে জানব! একজন মহিলার ছবি দিয়ে আমাকে কালিমালিপ্ত করা হচ্ছে। এসব আবার কী? পার্থর বন্ধু আমি কী করে জানব?"
আরও পড়ুন ফার্মহাউসের আড়ালে মধুচক্র! বিজেপির নেতার সম্পত্তিতে পুলিশি হানায় শাসক শিবিরে ফাটল
এর পর তিনি বললেন, "চোর ডাকাতকে প্রশ্রয় দিয়ে আমাদের দল তৈরি হয়নি। আমাদের দল আদর্শ দিয়ে তৈরি হয়েছে। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। কারণ মনের কথা বলতে বাধ্য হলাম মর্মাহত হয়ে। গুণী ব্যক্তিদের কাছে ক্ষমা চাইছি।"