Advertisment

নাট্য ব্যক্তিত্বকে চড়-চাপড়, সাড়া নেই অভিযুক্ত তৃণমূল নেতার, মনের কথা উজার প্রহৃতের

নাট্য কর্মী ও অভিনেতা অমিত সাহা সরাসরি তৃণমূল নেতা অলোক দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

author-image
Joyprakash Das
New Update
drama artist amit saha interview tmc leader alok das beliaghata, নাট্য ব্যক্তিত্বকে চড়-চাপড়, সাড়া নেই অভিযুক্ত তৃণমূল নেতার, মনের কথা উজার প্রহৃতের

অলোক দাস ও অমিত সাহা

তৃণমূল নেতার হাতে চড়-চাপড়ের প্রতিবাদে পথে নামতে চলেছে বিদূষক নাট্য মন্ডলী। দু'দিনের নাট্য উৎসব আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদূষক। আগামী ২৮ ডিসেম্বর ফুলবাগানে তাঁরা প্রতিবাদ সভা করবেন। নাট্য সংগঠক, নাট্য কর্মী ও অভিনেতা অমিত সাহা সরাসরি তৃণমূল নেতা অলোক দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এদিকে অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনও জবাব মেলেনি। কলকাতার বুকে নাট্য অভিনেতাকে পিঠে চাপড় মেরে ধাক্কা দিয়ে মাঠ থেকে বের করে দেওয়ার অভিযোগে তীব্র আলোড়ন দেখা দিয়েছে।

Advertisment

অভিনেতা অমিত সাহা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী বলেছেন?

'আমাদের ২০ বছেরের নাটকের দল। আমরা নাট্য অ্যাকাডেমি অনুমোদিত। পশ্চিমবঙ্গ সরকারের অনুদান পাই। আমরা মূলত মুক্ত মঞ্চেই কাজ করে থাকি। আমাদের উৎসবে কলকাতার সমস্ত নামী নাট্যকর্মী বিনে পয়সায় অভিনয় করে গিয়েছেন। তাঁদের মধ্যে দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, উষা গঙ্গোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমাদের উৎসবের ট্যাগ লাইন ছিল আমরা কোনওরকম বিজ্ঞাপন নেব না স্থানীয় মানুষের থেকে চাঁদা তুলে অনুষ্ঠান করব। এটা বন্ধ ছিল, এ বছর তা আবার চালু করি।'

'আমরা পরিসর ছোট করছি যাতে বড় করতে গিয়ে হাত পাততে না হয়। তাই আমরা স্থানীয় ভাবে চাঁদা কুপনের মাধ্যমে তুলেছি। জয়তী বসুকে বলেছিলাম। উনি আসবেন বলেছেন। তারপর গানের অনুষ্ঠান ও পাঁচটা নাটক হওয়ার কথা। আগের দিন কাউন্সিলরের কাছে গিয়েছিলাম আমন্ত্রণ জানাতে। গতকাল মাঠে যাই। আমরা ভেবেছিলাম প্রয়োজনে মাইক বন্ধ করে অনুষ্ঠান করব। তবে পাশে অন্য মাঠে কেক উৎসব আজ। তাই আমরা গতকাল কথা বলতে যাই। কারণ ওখানকার মাইকে কিছু শোনা যাবে না। পাশাপাশি ডেকরেটের কাজ করতে কিছু সমস্যা হওয়ায় সেখানে ছুটে যাই। কথা বলতে যাওয়ার আগেই চড়াও হয়। পিঠে চাপড় মারে। ধাক্কা দিতে দিতেই এলাকা থেকে মাঠের বাইরে বের করে দেয়। অলোক দাস এই কাজ করেছেন। প্রতিবাদ করতেই আরও রেগে যান। আমাদের অনুষ্ঠান ২৪ ও ২৫ ডিসেম্বর। তিনি বলে দেন ওই দিন কোনও অনুষ্ঠান করা যাবে না। আমরা এমনিই করতে পারতাম না। সেই অ্যাডজাস্টমেন্টা করতেই গিয়েছিলাম। আমাদের কোনও কথাই শোনা হল না। জিজ্ঞেস করল কোথায় বাড়ি, কাদাপাড়া বলতেই ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়।'

রাসমেলার মাঠে ২৪ ও ২৫ ডিসেম্বর দুদিন ধরে নাট্য উৎসবের আয়জন করেছিল বিদূষক নাট্য মন্ডলী। কাছাকাছি কালিতলা বোস লেনের অন্য একটি মাঠে কেক উৎসবের আয়োজন হয়েছে। পুরো বিষয়টি অমিত সাহা জানিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা নাট্য ব্য়ক্তিত্ব অর্পিতা ঘোষকে। যদিও অর্পিতা ঘোষ এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তৃণমূল নেতা অলোক দাস ফোন ধরেননি। তাঁকে মেসেজও করা হয়েছে। যদিও তার কোনও জবাব মেলেনি। ওই ঘটনার প্রতিবাদ সভা ২৮ ডিসেম্বর করতে চলেছে বিদূষক নাট্য মন্ডলী।

kolkata news tmc
Advertisment