রক্তারক্তি কাণ্ড! মদ্যপ প্রতিবেশীর কামড়ে কান কাটা গেল যুবকের

এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

প্রতিবেশী এক মদ্যপ যুবকের কামড়ে কান কাটা গেল যুবকের। পুরসভার এক অস্থায়ী সাফাইকর্মী রাজা মাজি নামে ওই যুবকের সঙ্গে রক্তারক্তি কাণ্ড। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরায়। আহত রাজা মাজি রবিবার এনিয়ে অভিযুক্ত বুলান সরকারের বিরুদ্ধে গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।

Advertisment

গুসকরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রাজা মাজি। তাঁর পাশেই বাড়ি অভিযুক্ত বুলান সরকারের। অভিযোগ, বুলান সরকার নামে ওই যুবক মদ্যপ অবস্থায় তাঁর ওপর চড়াও হয়। কামড়ে বাঁ দিকের কান ছিঁড়ে নেয় ।

বুলানের বাড়িতে রয়েছেন বাবা, মা ও বোন। ঘটনাটি শনিবার রাতে ঘটেছে। রাজা জানান, তিনি সেইসময় বাড়ির কাছে ক্লাবে বন্ধুদের সঙ্গে তাস খেলছিলেন। রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার পর বুলান ওর মা ও বোনের সঙ্গে ঝামেলা করে। মা-বোনকে মারধর করতে থাকে। সেসময় ঝগড়া অশান্তি ও মায়ের চিৎকার শুনে প্রতিবেশী হিসাবে থামাতে যান।

Advertisment

আরও পড়ুন লাগাতার টবসহ বিদেশি পাতাবাহার গাছ চুরি, আজব ঘটনায় পুলিশের দ্বারস্থ গাছপ্রেমী

রাজা মাজির অভিযোগ, "আমি বুলানদের বাড়ির সামনে যেতেই কোনও কথা না বলে বুলান আমার উপর ঝাঁপিয়ে পড়ে। হাতে ধারালো অস্ত্রও ছিল। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গেলে আমি পড়ে যাই। তখন ও আমার কান কামড়ে ছিঁড়ে নেয়।" এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Police burdwan