Advertisment

Digha: পর্যটকদের কথা ভেবেই দুরন্ত সিদ্ধান্ত! এবার অফুরান উচ্ছ্বাসে ভাসুন দিঘায়

Digha Trip: কর্মব্যস্ত জীবন থেকে দিন কয়েয়েকের ফাঁক মিললেই বাঙালির একটা বড় অংশ আজও দিঘায় ছোটেন। দিঘায় পর্যটকদের মনোরঞ্জনে গত কয়েক বছরে দুরন্ত সব ব্যবস্থা করেছে প্রশাসন। তাও কখনও কখনও পর্যটকদের সুরক্ষার দিকটি যেন অবহেলিত থেকেই যায়। সম্প্রতি সৈকত নগরী দিঘায় এক মহিলা পর্যটক ধর্ষণের শিকার হয়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে সমুদ্র শহরের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। তারপরেই দিঘায় পর্যটকদের সুরক্ষায় একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Digha jagannath Temple Rath Yatra 2024 DSDA Announcement, দিঘা জগন্নাথ মন্দির রথযাত্রা

Digha Trip: দিঘার অপরূপ সমুদ্র পাড়।

Digha: বছরভর দিঘায় পর্যটকদের ভিড় থাকে। বিশেষ করে ছুটির মরশুমে বাংলার এই সৈকত নগরীতে তিল ধারণের জায়গা থাকে না। তবে দিঘা (Digha) বেড়াতে গিয়ে নানা সময়ে বেশ কিছু অভিযোগও সামনে আনেন পর্যটকদের (Tourists) একাংশ। রাজ্য সরকার দিঘার সার্বিক উন্নয়নে গত কয়েক বছরে যুগান্তকারী বদল এনেছে। তবে এখনও দিঘায় পর্যটকদের সুরক্ষা নিয়ে কখন কখনও প্রশ্ন উঠে যায়। দিঘায় পর্যটকের স্বার্থেই তাই দারুণ এক তৎপরতা নিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

Advertisment

বাঙালি ও দিঘা যেন আঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। দিন কয়েকের বেড়ানোয় দিঘার জুড়ি মেলা ভার। বাঙালি পর্যটকদের পাশাপাশি ভিনরাজ্য এমনকী বিদেশ থেকেও পর্যটকরা (Foreign Tourists) বেড়াতে আসেন পশ্চিমবঙ্গের (West Bengal) এই সৈকত নগরীতে। এবার দিঘায় পর্যটকদের বাড়তি সুরক্ষায় যুগান্তকারী এক পদক্ষেপ প্রশাসনের।

দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (DSDA) ভারপ্রাপ্ত আধিকারিক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, গোটা দিঘা শহর CCTV ক্যামেরায় মুড়ে ফেলা হবে। একইসঙ্গে এখনও দিঘার যে এলাকাগুলিতে পর্যাপ্ত আলোর (light) অভাব রয়েছে, সেখানে নতুন করে আলোর ব্যবস্থা করা হবে। সম্প্রতি দিঘা থানা, দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছিল DSDA কর্তৃপক্ষের। সেই বৈঠকেই দিঘার সুরক্ষায় একাধিক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন- Digha: পর্যটকদের জন্যই দুর্দান্ত ‘স্টেপ’ প্রশাসনের! দিঘায় এবার বাম্পার মজা!

আরও পড়ুন- old woman: ‘মরা’ মানুষ হেঁটে এল কী করে!’ তাজ্জব কান্ডে চোখ ছানাবড়া!

দিঘায় সম্প্রতি এক মহিলা পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় সমুদ্র নগরীতে। সৈকত নগরীতে পর্যটকদের সুরক্ষা বড়সড় প্রশ্নের সামনে পড়ে যায়। তারপর থেকেই বাড়তি পদক্ষেপও শুরু করেছে প্রশাসন। রাত ১১ টার পর পর্যটকদের দিঘা সি বিচে (Sea Beach) ঘোরাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে স্থানীয় দোকানদারদেরও রাত ১১টার পর দোকান (Shop) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। অন্যদিকে দিঘা লাগোয়া পড়শি রাজ্য ওড়িশার (Odisha) সীমানা বরাবর রাতে বিশেষ চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন- Premium: সাহেবরাও কম চোর নন! গ্রেফতার করেছেন বাঙালি গোয়েন্দা, শুনলে অবাক হবেন

Digha-Shankarpur Board Sea Beach West Bengal Digha
Advertisment