নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্পে ৪২ হাজার কর্মসংস্থানের ঘোষণা করেছেন। এদের রেশন দোকানে নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন। কিন্তু ঘোষণার পরই এদের বেতন দেওয়া নিয়েই মতবিরোধ দেখা গিয়েছে ডিলার সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের। কীভাবে ওই কর্মীরা পুরো বেতন পাবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ডিলাররা।
মঙ্গলবার নেতাজি ইন্ডোরে দুয়ারে রেশন প্রকল্পের নানা ঘোষণা করতে গিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, '২১ হাজার রেশন দোকানে দুজন করে অর্থাৎ ৪২ হাজার নিয়োগ হবে। তাঁদের বেতন হবে ১০ হাজার টাকা করে। এর মধ্যে রাজ্য সরকার দেবে ৫ হাজার টাকা ও ডিলার দেবে ৫ হাজার টাকা।' এই টাকার ভাগাভগি নিয়েই আপত্তি জানিয়েছেন ডিলারদের একটা বড় অংশ। এবিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।
জয়েন্ট ফোরাম ফর ওয়েষ্ট বেঙ্গল রেশন ডিলার্সের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, '১০ হাজার টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। টাকা আসবে কোথা থেকে। আমাদের রিসোর্সটা কোথায়। রেশন কার্ড, কমিশন ও অ্যালটমেন্ট ফিক্সড। সব সরকার জানে। এই টাকা পাওয়ার কোনও সুযোগ নেই। সোমবার আমাদের সাংগঠনিক বৈঠক আছে। তারপর আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিষয়টা বুঝিয়ে বলব। আমরা দিদিকে ব্যালান্সশিটটা দেব। মুখ্যসচিব, অর্থসচিব ও অর্থদফতরের অ্যাডভাইজার ড. অমিত মিত্রকেও চিঠি দেব।'
প্রকল্পগুলি ঘোষণার সময় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন কোনও বাধা তিনি মানবেন না। বিশ্বম্ভরবাবুর বক্তব্য, 'মুখ্যমন্ত্রীকে বিষয়টা ঠিক ভাবে বোঝানো হয়নি।' তিনি বলেন, '২০ হাজার ডিলার। হাজার রেশন কার্ড ৫ হাজার করে রেশন কার্ড। গড় অ্য়ালটমেন্ট হবে ২০০ কুইন্টাল। সব মিলিয়ে মাসে ৩০ হাজার টাকা আসে। কর্মচারিদের বেতন, রেন্ট, ইলেকট্রিসিটি, ট্রেড লাইসেন্স, নানান খাতে খরচ আছে। সংসার কী দিয়ে চালাব?'
আরও পড়ুন ‘দুয়ারে রেশন’ প্রকল্পে ৪২ হাজার চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী রেশন ডিলারদের গাড়ি নিয়েও নতুন ঘোষণা করেছেন। প্রতি ডিলারকে নতুন গাড়ির জন্য ১ লক্ষ টাকা ভর্তুকি দেবে সরকার। এবিষয়ে ডিলারদের দাবি রয়েছে। বিশ্বম্ভরবাবু বলেন, 'আমরা গাড়ি নিয়ে রেশন সামগ্রী আনব। তাহলে গুণগতমান, পরিমান ও সরবরাহ ঠিকমতো করা যাবে। দিদিকে আমি সভায় বলেছিলাম। তিনি বলছেন বিষয়টা ভালো। কিন্তু ঘোষণার সময় উনি বলতে পারলেন না।'
তবে নতুন প্রকল্প বাস্তবায়িত হলে ৪২ হাজার কর্মসংস্থান হবে। এরাজ্যে দোকান-বাজারে এখনও শ্রমিকদের খুব অল্প বেতনে কাজ করতে হয়। সেক্ষেত্রে রেশন দোকানে নতুন নিয়োগে বেতন কিছুটা বাড়বে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন