/indian-express-bangla/media/media_files/wPDyiMT19lO6qVrY7A8R.jpg)
Local Trains Cancel: প্রতীকী ছবি।
due to maintenance work so many local trains are cancel in sealdah sout section: আশঙ্কা মতোই প্রবল যাত্রী হয়রানি শুরু শিয়ালদা দক্ষিণ শাখায়। রক্ষণাবেক্ষণের কিছু কাজের জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় আজ অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৩ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার ভোর পর্যন্ত শতাধিক ট্রেন বাতিল এবং বহু ট্রেনের রুট নিয়ন্ত্রণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই যাত্রী হয়রানির আশঙ্কা শুরু থেকেই ছিল। শনিবার সকাল থেকে শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে হয়রানির সেই ছবি চোখে পড়েছে।
শুধু শিয়ালদা থেকে বারুইপুর শাখাতেই বাতিল করা হয়েছে একশোর বেশি লোকাল ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, কাঁকুড়গাছি ও বালিগঞ্জ স্টেশন ইন্টারলকিংয়ের কাজের জন্যই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-সোনারপুর, বিবাদী বাগ-বারুইপুর, শিয়ালদা-বিবাদী বাগ, ক্যানিং-বারাসাত, চম্পাহাটি-মাঝেরহাট, মাঝেরহাট-ঘুটিয়ারি শরীফ, মধ্যমগ্রাম-মাঝেরহাট, শিয়ালদা-বারাসাত, শিয়ালদা-নৈহাটি, বজবজ-নৈহাটি শাখায় ট্রেন বাতিল থাকবে। ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের রুটও নিয়ন্ত্রণ করা হচ্ছে। শিয়ালদা দক্ষিণ শাখায় শনিবার সকাল থেকেই যাত্রী হয়রানির ছবি চোখে পড়তে শুরু করেছে।
ট্রেন বন্ধ থাকায় বিকল্প পথে যাতায়াত করছেন অনেকে। স্বাভাবিকভাবেই সড়কপথে চাপ বেড়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেনগুলি কলকাতা লাগোয়া জেলা দক্ষিণ ২৪ পরগনা জেলার ভিতর দিয়ে যাতায়াত করে।
এই দক্ষিণ ২৪ পরগনা জেলার সাধারণ মানুষের কাছে লোকাল ট্রেনই হল লাইফলাইন। শহর কলকাতার সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে অন্যতম ভরসার মাধ্যম রেল। তাই একটানা তিনদিন ধরে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত স্বভাবতই হয়রানি যে বেড়েছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন- Saraswati Puja Weather: ফের নামবে পারদ, ফিরবে শীত, সরস্বতী পুজোর দিন থেকেই আবহাওয়ায় বড়সড় বদল?