New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/01/yfMP5b4GgaIZejZvAa2u.jpg)
Saraswati Puja Weather: সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
Saraswati Puja Weather: সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
West Bengal Weather Update on Saraswati Pujo 2025:ফেব্রুয়ারি মাসের শুরুতেই সুখবর। ফের একবার পারদ পতনের সম্ভাবনা জোরালো হয়েছে। জেলায়-জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তাপমাত্রা। তারই জেরে বিদায়বেলায় ফের একবার কামব্যাক হতে পারে শীতের। আগামীকাল সরস্বতী পুজো। কেমন থাকবে আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
মাঘ মাস পড়তেই শীত যেন উবে গিয়েছিল দক্ষিণবঙ্গ থেকে। ক্রমশই পারদ চড়তে থাকায় শীতের আমেজ বেশ ফিকে হয়ে গিয়েছিল। তবে এবার ফেব্রুয়ারি মাস শুরু হতেই নতুন করে তাপমাত্রার পতনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তারপর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
শহর কলকাতাতেও শীতের আমেজ বেশ ফিকে। উইকেন্ডে ঠান্ডা গায়েব মহানগরীতে। আগামী দিন তিনেক তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না। শনিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও মনোরম আবহাওয়া রয়েছে। তবে নতুন করে পারদ পতনের সম্ভাবনা কম। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় থাকতে পারে কুয়াশার দাপট।
আরও পড়ুন- Abhishek Banerjee:কমপক্ষে ১০০ জনের মৃত্যু, মহাকুম্ভের বিপর্যয় নিয়ে BJP-কে তুলোধনা অভিষেকের
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
আগামীকাল অর্থাৎ রবিবার এবং তারপরের দিন অর্থাৎ সোমবারেও সরস্বতী পুজোর পঞ্চমী তিথি রয়েছে। অনেকে যেমন রবিবার দিনই সরস্বতী পুজো করবেন, তেমনই অনেকে আগামী সোমবারেও সরস্বতী পুজো করবেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এই দু'দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নতুন করে পারদ পতনের সম্ভাবনাও কম। সুতরাং এবারের সরস্বতী পুজো কাটতে চলেছে উষ্ণ আবহাওয়াতেই।