পুজোর এবার কলকাতা মাতাবেন কেকে! সেই নজরুল মঞ্চেই। প্রস্তুতি জোরদার।
Advertisment
এবার দুর্গা পুজোর থিম, সঙ্গীত শিল্পী কেকে ও নজরুলমঞ্চ। উত্তর কলকাতার কবিরাজ বাগান শারদোৎসবের দুর্গামণ্ডপ ফুটে উঠবে নজরুল মঞ্চের আদলে। থাকবে কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র মূর্তি। বাজবে তাঁর গাওয়া অসংখ্য জনপ্রিয় গান। এছাড়াও মণ্ডপে এলইডি স্ক্রিনে দেখানো হবে নজরুল মঞ্চে কেকে-র শেষ স্টেজ শো-টিও। সম্প্রতি পুজো কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
কেন হঠাৎ এই থিম? কবিরাজ বাগান শারোদৎসবের কমিটির প্রধান অমল চক্রবর্তী বলেছেন, 'আমি ৩১ মে-র অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। কিন্তু যেতে পারিনি। কেকে দারুণ গান গেয়েছেন বলে শুনেছি। তারপরই তাঁর এমন পরিণতি হল। তাই এমন একজন মহান শিল্পীকে শ্রদ্ধা জানাতেই আমরা কেকে-কে পুজোর থিম হিসেবে বেছে নিয়েছি।' অমলবাবু কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পুরপিতাও।
উদ্যোক্তাদের কথায়, পুজো ঘিরে বেশ কিছু চমক থাকছে। তবে সেটা এখনই জানাতে চাইছেন না তাঁরা।
এবার কবিরাজ বাগান শারদোৎসবের দুর্গা প্রতিমা তৈরি করবেন শিল্পী মন্টি পাল। আগামী ১ জুলাই রথের দিন হবে পুজো কমিটির খুঁটি পুজো।