/indian-express-bangla/media/media_files/2025/07/30/digha-jagannath-temple-2025-07-30-11-42-18.jpg)
Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ ধাম।
Durga Puja 2025: রাজ্য সরকারের উদ্যোগে সৈকতনগরী দিঘার সুবিশাল জগন্নাথ ধাম এখন দেশের অন্যতম দ্রষ্টব্য স্থানগুলির একটি হয়ে উঠেছে। রোজ রাজ্য তথা দেশ এমনকী বিদেশ থেকেও পুণ্যার্থীদের আনাগোনা লেগেই রয়েছে দিঘার জগন্নাথ ধামে। এবারে দুর্গাপুজোয় সেই জগন্নাথ ধামই যেন উঠে আসছে খাস কলকাতায়। শহরের একটি বড় ক্লাব একেবারে দিঘার রেপ্লিকা তুলে আনছে মহানগরে।
কলকাতা দক্ষিণ শহরতলীর নেতাজি নগর নাগরিকবৃন্দের দুর্গাপুজো। মহিলা পরিচালিত এই পুজোয় এবার জগন্নাথ ধামই মূল আকর্ষণ। দিঘার জগন্নাথ ধামের আদলেই গড়ে উঠছে মণ্ডপ। পুজো উদ্যোক্তাদের দাবি, উৎসবের দিনগুলিতে এবার তাঁদের মণ্ডপে ঢল নামবে দর্শনার্থীদের।
জানা গিয়েছে, এখানকার এই পুজোর পরিকল্পনা বা মণ্ডপের ভাবনায় বড় অংশগ্রহণ রয়েছে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক অরূপ বিশ্বাসের। তিনি সর্বোতভাবেই এই পুজোর পাশে দাঁড়িয়েছেন। জানা গিয়েছে নেতাজি নগরের এই পুজোয় এবার দিঘার জগন্নাথ ধামের আদলে সিংহ দুয়ার, বিষ্ণু মূর্তি, গর্ভ গৃহ, মূল মন্দির তৈরি হচ্ছে। মা দুর্গার আদল এখানকার জগন্নাথ মন্দিরের সঙ্গে সাযুজ্য রেখেই তৈরি হচ্ছে। দিঘার মন্দিরে যেমন সিংহদুয়ারের সামনে অরুণ স্তম্ভ রাখা থাকে ঠিক তেমনই এখানেও দেখা যাবে।
আরও পড়ুন-Sealdah Division:শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা এই খবর আগে পড়ুন! আজ বেশ কিছু ট্রেন বাতিল
সব মিলিয়ে এবারে দুর্গাপুজোয় রীতিমতো কলকাতা শহরে তাক লাগিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে নেতাজি নগরের এই ক্লাবটির। পুজো উদ্যোক্তাদের এখন নাওয়া-খাওয়ার সময় নেই। মহিলারাই এই পুজোর প্রধান আয়োজক। তাংরাও ঘরের কাজ সামলেই মণ্ডপে ছুটছেন অহরহ। তাঁদের এই প্রয়াসকে যোগ্য সহযোগিতা করছেন পুরুষরাও। সব মিলিয়ে দুর্গাপুজোর আগে থেকেই কলকাতার এই তল্লাটে রীতিমতো উৎসবের আমেজ।