West Bengal news live Updates: হিংসার আগুন নেপালে! পদত্যাগ প্রধানমন্ত্রীর, উপপ্রধানমন্ত্রীকে তাড়া করে মার, উদ্বিগ্ন মমতার কী বার্তা?

West Bengal News Updates 9 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 9 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
nepal pm resigns, kp oli resigns, kp sharma li resigns, nepal protests, Nepal Gen Z protests, Nepal Curfew, Nepal social media ban, Nepal protests, Kathmandu parliament protest, Nepal youth protest, social media ban Nepal, Nepal parliament unrest, Nepal police barricade, Nepal journalists protests, Nepal news, indian express

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Live Updates:নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সীমান্ত লাগোয়া দেশের পরিস্থিতি এখন ভয়াবহ। নেপালের লাগামহীন গনবিক্ষোভের জেরে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর পাশাপাশি কমপক্ষে ১১ মন্ত্রী পদ ছেড়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর। নেপালের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেছেন, "নেপাল আমার দেশ নয়। ওটা একটা বিদেশি রাষ্ট্র। এই ব্যাপারে আমরা কথা বলতে পারি না। তবে বিষয়টা কেন্দ্র দেখছে। প্রতিবেশী রাষ্ট্র নেপালকে আমরা ভালোবাসি। প্রতিবেশী দেশে শান্তি বজায় থাক। কেউ গন্ডগোলে জড়াবেন না।  শিলিগুড়ি, কালিম্পং নেপাল সীমান্তে। আমার অনুরোধ, সীমান্ত এলাকায় সকলে নজর রাখুন।" 

Advertisment

আরও পড়ুন- Boat capsized:মাঝনদীতে হাড়হিম করা বিপর্যয়! রুদ্ধশ্বাস মুহূর্ত! আচমকা নৌকা উল্টোতেই...

উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের উত্তরসূরি কে হবেন? লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ভোটদানের মধ্য দিয়ে আজ তা ঠিক করে ফেলবেন। সূচি মেনেই মঙ্গলবার সকাল ১০টা থেকে সংসদ ভবনে শুরু হয়ে গিয়েছে উপরাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ। গণনা শেষে আজই জানা যাবে ভোটের ফল। রাজনৈতিক মহল বলছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থীর জয় কেবল সময়ের অপেক্ষা। বরং জয়ের ব্যবধান বাড়াতেই বেশি আলোচনা চলছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে শাসক NDA-র প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। উল্টোদিকে, ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি।

Advertisment

আরও পড়ুন- Kolkata Weather Update:পুজোর মুখে ফের বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, একটানা চলবে দুর্যোগ?

এনডিএ জোটের পক্ষে রয়েছে ৪৩৬টি ভোট। ইন্ডিয়া জোটের পক্ষে রয়েছেন ৩২৪ জন সাংসদ। উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে জয়ী হতে হলে ন্যূনতম ৩৯১টি ভোটের প্রয়োজন। সুতরাং হিসেবই বলে দিচ্ছে এনডিএ জোটের কাছে যা সংখ্যা রয়েছে তাতে করে সিপি রাধাকৃষ্ণননের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।

আরও পড়ুন- Nepal Protests:১৯ প্রাণের বিনিময়ে নড়ল টনক, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার নেপালের, আজও কাঠমাণ্ডুতে কারফিউ

পুজোর মুখে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরের বিমানে তাঁর বাগডোগরার উদ্দেশে রওনা দেওয়ার কথা। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি তাঁর সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কাজের ব্যাপারেও খোঁজখবর নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Jamalpur News: হঠাৎ হানায় হকচকিয়ে ব্যবসায়ী! দিলেন মোটা টাকা জরিমানাও, বিষয়টি খোলসা হতেই মাথায় হাত!

  • Sep 09, 2025 15:16 IST

    Kolkata News Live Updates: বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ

    গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের জেরে উড়ে গেল বাড়ি। তুমুল চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের রামনাথপুর এলাকায়। মঙ্গলবার সকালে ওই এলাকার একটি বাড়িতে বাড়ির এক মহিলা গ্যাস জ্বালাতে গিয়েছিলেন। হঠাৎই দাউ দাউ করে গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। তারপরেই বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। পরে মন্দিরবাজার থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনায় হতাহতের খবর না থাকলেও গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে বাড়িটির একাংশ ভেঙে পড়ে।  



  • Sep 09, 2025 12:00 IST

    Kolkata News Live Updates:মাঝনদীতে হাড়হিম করা বিপর্যয়!

    মঙ্গলবার সাতসকালে বিরাট বিপত্তি! ভরা নদীতে হঠাৎই উল্টে যায় নৌকা। ৩০ থেকে ৩৫ কৃষক ছিলেন সেই নৌকাটিতে। আচমকা জলে পড়ে এখনও বেশ কয়েকজন নিখোঁজ, তবে অনেককেই উদ্ধার করা হয়েছে। নদীর পাড়ে ভিড় স্থানীয়দের। 

    বিস্তারিত পড়ুন- Boat capsized:মাঝনদীতে হাড়হিম করা বিপর্যয়! রুদ্ধশ্বাস মুহূর্ত! আচমকা নৌকা উল্টোতেই...



  • Sep 09, 2025 11:59 IST

    Kolkata News Live Updates:১৯ প্রাণের বিনিময়ে নড়ল টনক

    নেপালে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ এবং ১৯ জনের নিহত হওয়ার পর সরকার সোশ্যাল মিডিয়া সাইটগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর আগে নেপাল সরকার বিভ্রান্তিমূলক তথ্য এবং ঘৃণামূলক বক্তব্য মোকাবিলা করতেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, instagram, ইউটিউব-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছিল। তবে সরকারের সেই সিদ্ধান্তে দাবানলের মতো অশান্তি ছড়িয়ে পড়ে দেশজুড়ে। রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হন হাজার-হাজার তরুণ-তরুণী। তার মোকাবিলায় গুলি চালাতে বাধ্য হয় সেনা-পুলিশ। সেই ঘটনাতেই মৃত্যুমিছিল দেখে দেশ, বহু মানুষ আহত হয়েছেন।

    বিস্তারিত পড়ুন- Nepal Protests:১৯ প্রাণের বিনিময়ে নড়ল টনক, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার নেপালের, আজও কাঠমাণ্ডুতে কারফিউ



  • Sep 09, 2025 11:50 IST

    Kolkata News Live Updates:ইডি অফিসার সেজে প্রতারণা!

    মাস দুই আগে পূর্ব বর্ধমানের রায়না থেকে ভুয়ো ইডি (ED) অফিসার পরিচয় দেওয়া জিন্নার আলিকে গ্রেফতার করেছিল আসল ইডি। তারপরেও জাল ইডি অফিসারের দৌরাত্ব্য অব্যাহত রাজ্যে। ফের সেই পূর্ব বর্ধমানেই। এবার জামালপুরে দৌরাত্ম্য আরও এক ভুয়ো ইডি অফিসারের। 

    বিস্তারিত পড়ুন- Jamalpur News: হঠাৎ হানায় হকচকিয়ে ব্যবসায়ী! দিলেন মোটা টাকা জরিমানাও, বিষয়টি খোলসা হতেই মাথায় হাত!



  • Sep 09, 2025 09:12 IST

    Kolkata News Live Updates:পুজোর মুখে ফের বৃষ্টির পূর্বাভাস

    দুর্গাপুজোর বাকি আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন। পাড়ায় পাড়ায় পুজো মণ্ডপগুলি সাজিয়ে তোলার একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে। প্রতিমা গড়ার করারও কাজেও শেষের পথে শিল্পীরা। কিন্তু এরই মাঝে দিন কয়েকের বিরতি নিয়ে ফের কোমর বেঁধেছে বর্ষা। আগামী দিন পাঁচ-ছয়েক ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরেও।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update:পুজোর মুখে ফের বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, একটানা চলবে দুর্যোগ?



  • Sep 09, 2025 09:11 IST

    Kolkata News Live Updates: আজ বেশ কিছু ট্রেন বাতিল

    রক্ষণাবেক্ষণ কাজের জেরে শিয়ালদহ এবং বিধান নগর রোড স্টেশনের মধ্যে ০১ নম্বর ব্রিজের ৫ নম্বর লাইনে ২৪০ মিনিট (০৯.০৯.২০২৫ তারিখ ২৩:৩০ ঘন্টা থেকে ১০.০৯.২০২৫ তারিখ ০৩:৩০ ঘন্টা পর্যন্ত) ট্রাফিক ব্লক এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করা হয়েছে। সেই কারণেই ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Sealdah Division:শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা এই খবর আগে পড়ুন! আজ বেশ কিছু ট্রেন বাতিল



bjp tmc kolkata Bengali News Today CM Mamata banerjee