Advertisment

মন্দার বাজারে কলকাতা ট্রামের পুজো পরিক্রমা সুপারহিট, বুকিং হাউসফুল  

সপ্তমী, অষ্টমী ও নবমী এসি ট্রামে পর্যটকদের কলকাতায় পুজো দর্শন শুধু সময়ের অপেক্ষা।

author-image
Joyprakash Das
New Update
Durga Puja Parikrama on Trams in Kolkata has received great response

এবার ট্রামে চেপেই দুর্গা দর্শন।

যত দিন যাচ্ছে ট্রামের যাত্রাপথ ততই কমে যাচ্ছে কলকাতায়। বহু রুটে ট্রামের লাইনই উঠে গিয়েছে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ট্রাম যাত্রা। ট্রাম এখন হেরিটেজ পর্যায়ে পথে নামছে। তবে মন্দার বাজারে সুপারহিট কলকাতা ট্রামের পুজো পরিক্রমা। বুকিং একেবারে হাউসফুল। সপ্তমী, অষ্টমী ও নবমী এসি ট্রামে পর্যটকদের কলকাতায় পুজো দর্শন শুধু সময়ের অপেক্ষা।

Advertisment

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের কলকাতা ট্রামওয়েজ সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল পুজো পরিক্রমার কথা। দুটো এসি ট্রাম পর্যটকদের নিয়ে প্রতিমা দর্শনে বের হবে। ট্রামের ট্রাফিক অফিসার এসপ্লানেড কন্ট্রোল রুমের অলোকময় মিত্র বলেন, 'মাত্র ২৪ ঘন্টার মধ্যে অনলাইনে সমস্ত আসন বুকিং হয়ে যায়। দেখা যাচ্ছে ট্রামে প্রতিমা দর্শনের বিরাট ক্রেজ রয়েছে। প্রতিটি এসি ট্রামে রয়েছে ৩০ জনের বসার ব্যবস্থা। প্রতিজনকে দিতে হচ্ছে ৬০০ টাকা করে।

মহানগরে যাত্রাপথ কমে গেলেও ট্রামে চড়ার আকর্ষণ এখনও রয়ে গিয়েছে। দূষণমুক্ত এই ঐতিহ্যের পরিবহণ ব্যবস্থায় চড়েই পুজোর আনন্দ ভাগ করে নিতে চাইছে একদল পর্যটক। অলোকময় মিত্র বলেন, 'সপ্তমী, অষ্টমী, নবমীতে প্রতিদিন দুটো করে এসি ট্রাম সকাল ১০টায় ধর্মতলা ডিপো থেকে ছাড়বে। প্রথমে রওনা দেবে শ্যামবাজারের উদ্দেশে।

যাত্রাপথে কাশীবোস লেন, হাতিবাগান সার্বজনীন, নলীন সরকার স্ট্রিটের প্রতিমা দর্শন করানো হবে। তারপর আবার ধর্মতলায় চলে আসবে ট্রাম দুটো। সেখানে কিছুক্ষণের বিরতিতে স্ন্যাক্স, চা-কফির ব্যবস্থা থাকছে। তারপর ফের ট্রাম চলে যাবে গড়িয়াহাট। সেখানে একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্কের প্রতিমা দর্শন করবেন পর্যটকরা। তারপর ট্রাম ফিরে আসবে ধর্মতলায়।'

আরও পড়ুন- মেট্রোয় হোক দুগ্গা দর্শন, পঞ্চমী-ষষ্ঠীতে রাতের শেষ মেট্রো ক’টায়?

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বাঙালির সর্বশ্রেষ্ঠ এই উৎসবকে ঘিরে উন্মাদনার অন্ত নেই। মহালয়ার আগে থেকে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর উদ্বোধনে সুদূর ব্রাজিল থেকে এসেছেন বিশ্বখ্যাত ফুটবলার রোনাল্ডিনহো। এরইমধ্যে পুজোর কটা দিন ট্রামে করে পর্যটকদের পুজো পরিক্রমাও ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। পুজোতে পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে ঐতিহ্যের ট্রাম।

kolkata news West Bengal Durgapuja kolkata Tram
Advertisment