বেশ কয়েক মাস যাবৎ বাইক চুরির অভিযোগে জেরবার অবস্থা দুর্গাপুরের ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশকর্মীদের। গোপন সূত্রে খবর পেয়ে এবার বাইক চুরিকাণ্ডে দু'জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম কবিরুল খান ও শেখ মোমিন। এরমধ্যে কবিরুল ঝাড়খণ্ডের জামতারার বাসিন্দা ও শেখ মোমিন বীরভূমের কাঁকরতলার অধিবাসী।
উদ্ধারকৃত বাইক, সন্ধানে রয়েছে আরও। ছবি- অনির্বাণ কর্মকার
ঠিক কি অভিযোগ?
পুলিশ সূত্রে খবর, গত তিন মাসে দুর্গাপুর এলাকায় একাধিক বাইক চুরির অভিযোগ সামনে এসেছে। গোপন সূত্রে খবর পেয়ে এই দুই ধৃতের ডেরায় হানা দেয় পুলিশ। আর সেখানে পৌঁছেই চোখ কপালে ওঠে পুলিশের। ধৃত কবিরুল খান ও শেখ মোমিনের কাছে বাইক চুরির করার জন্য ৬ রকমের 'মাস্টার কি'র কোঁজ পায় পুলিশ। সেগুলি ব্যবহার করেই বিভিন্ন রকমের বাইকের তালা ভেঙে অনায়াসে তা চুরি করত তারা, এমনটাই মনে করা হচ্ছে। এরপরই ধৃতদের বেশ কিছু গোপন ডেরায় তল্লাশি চালিয়ে মোট ১২টি মোটরবাইকের হদিস পায় পুলিশ।
আরও পড়ুন- দুর্গাপুরে গাড়ি-বাইকে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার দুই সন্দেহভাজন
ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য বের করার চেষ্টা চালানো হচ্ছে। তবে পুলিশের বক্তব্য, এটি একটি আন্তঃরাজ্য এবং আন্তঃজেলার কোনও বড় চক্রের কাজ। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদে ঝাড়খণ্ডের এক রিসিভারেরও সন্ধান পেয়েছে পুলিশ। ওই রিসিভারকেও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান ডিসিপি। এমনকী সেই রিসিভারকে গ্রেফতার করা সম্ভব হলে আরও প্রায় ৩০টি বাইক উদ্ধার করা সম্ভব বলেও জানান তিনি।
আরও পড়ুন- বিষাক্ত আগাছায় ঢেকেছে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা, নির্লিপ্ত পুরসভা
ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।