Advertisment

বকেয়া বেতন না পেয়ে রাস্তায় দুর্গাপুরের শতাধিক রক্ষী

অবিলম্বে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন নিরাপত্তারক্ষীরা। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন নিরাপত্তারক্ষীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
durgapur news, দুর্গাপুরের খবর

নিরাপত্তারক্ষীদের বিক্ষোভ। ছবি: অনির্বাণ কর্মকার।

মাসের শেষ দিন এলেই আশায় বুক বেঁধে থাকেন ওঁরা। কিন্তু লক্ষ্মী ঘরে না আসায় বারবার হতাশ মুখে বাড়ি ফিরতে হয় তাঁদের। সামনেই ঈদ, তারপরই দুর্গাপুজো। এই সময় হাতে টাকা না এলে সংসার চালাবেন কী করে ওঁরা! এই চিন্তাতেই কার্যত রাতের ঘুম উড়েছে দুর্গাপুরের শতাধিক নিরাপত্তারক্ষীর। ৫ মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ করেছেন তাঁরা। অবিলম্বে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন নিরাপত্তারক্ষীরা। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন নিরাপত্তারক্ষীরা।

Advertisment

আরও পড়ুন: শ্মশানগামী সেতুতে প্রাণ হাতে নিয়েই চলছে পারাপার, ক্ষুব্ধ দুর্গাপুরবাসীরা

বকেয়া বেতনর দাবিতে বৃহস্পতিবার গাড়ি আটকে বিক্ষোভ দেখান লাউদোহা থানার ইসিএলের ঝাঁঝরা এরিয়ার ১০৫ জন নিরাপত্তারক্ষী। আন্দোলনকারীদের পক্ষে আশিক হুসেন, শেখ জাহাঙ্গীররা জানান, ‘‘ঝাঁঝরা এরিয়ার চারটি কোলিয়ারিতে মোট ১০৫ জন নিরাপত্তারক্ষী রয়েছেন।পাঁচ মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। এর জেরে চরম সমস্যায় পড়েছেন তাঁরা। অবিলম্বে বকেয়া না মেটালে সমস্যা আরও বাড়বে। অবিলম্বে বেতন না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে’’। নিরাপত্তারক্ষীদের এহেন দাবি প্রসঙ্গে ইসিএলের অধিকারিকদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আরও পড়ুন: দুর্গাপুরে জল সংরক্ষণে মুখ্যমন্ত্রীর জল প্রকল্পের ছায়া

এ প্রসঙ্গে, এক বিক্ষোভকারী বলেন, ‘‘আমরা ৫ মাস ধরে বেতন পাইনি। বিভিন্নভাবে মৌখিক আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমাদের বেতন দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজ বিক্ষোভ দেখাতে রাস্তায় নামলাম’’। ঘণ্টাখানেক বাদে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে।

দুর্গাপুরের সব খবর পড়ুন এখানে

Durgapur
Advertisment