/indian-express-bangla/media/media_files/2025/02/25/I0qb4ENQlmS8hLebUCJj.jpg)
Iran earthquake June 2025: ইরানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
Middle East crisis:ইজরায়েলের লাগাতার বিমান হামলার মধ্যেই প্রবল ভূকম্পনে কেঁপে উঠল ইরান। শুক্রবার (২০ জুন, ২০২৫) উত্তর ইরানের সেমনান প্রদেশে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস (USGS)। ভূমিকম্পটির উৎস ছিল সোরখেহ শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে ইরানের তাসনিম সংবাদ সংস্থার দাবি অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল ৫.২।
ইউরোপ-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল তুলনামূলকভাবে মাঝারি গভীরতায় (৩৫ কিমি) এবং এর প্রভাব উত্তর ইরানের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, যেখানে প্রতি বছর প্রায় ২,১০০টি ভূমিকম্প ঘটে। এর মধ্যে ১৫-১৬টির মাত্রা ৫.০ বা তার বেশি হয়। গত কয়েকদিনেও ইরানে একাধিক ভূকম্পন রেকর্ড হয়েছে। ১৯ জুন ৪.২ মাত্রার ভূমিকম্প কাশমারে এবং ১৭ জুন বোরাজজানে একই মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
তবে এই সময়ে ভূকম্পনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ইজরায়েলের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার কারণে ইতিমধ্যেই ইরান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। যদিও আবহাওয়ার গতি-প্রকৃতির দিকে নিবিঢ়ভাবে নজর রাখা হচ্ছে। এমনিতেই ইজরায়েলের সঙ্গে চলমান সংঘাতের আবহে চূড়ান্ত সতর্কতা রয়েছে ইরানজুড়ে। এর ওপর এই ভূমিকম্পের পর সতর্কতা আরও বেড়েছে।
আরও পড়ুন- human trafficker:সূত্রের খবরে অতর্কিতে সাঁড়াশি অভিযান, দুরন্ত হানায় বড়সড় গ্রেফতারি