/indian-express-bangla/media/media_files/2025/06/21/arrested-2025-06-21-08-44-02.jpg)
Human trafficker arrested: সূত্রের খবরে অতর্কিতে চলে এই অভিযান।
Human trafficker arrested: ত্রিপুরার সিপাহিজালা জেলার কালামচৌড়া থানার অন্তর্গত দুধপুকুর এলাকা থেকে এক মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শরীফ মিয়া, সে দুধপুকুরেরই বাসিন্দা। আগরতলা সরকারি রেলওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর যৌথ অভিযানে এই গ্রেফতারি হয়।
আগরতলা সরকারি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস দাস বলেন, “তার বিরুদ্ধে ওয়ান্টেড মামলা ছিল। আমরা তার বাড়িতে অনেকবার অভিযান চালিয়েছিলাম, কিন্তু সে পলাতক ছিল। আমরা জানতে পারি যে সে বর্তমানে তার বাড়িতে আছে এবং তাকে গ্রেফতারের জন্য যৌথ অভিযান পরিচালনা করা হয়েছিল।" প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে, তবে অন্যান্য মামলায় তার জড়িত থাকার বিষয়টি তদন্ত করছে পুলিশ।
কয়েকদিন আগে ত্রিপুরার দুটি পৃথক স্থান থেকে একজন বাংলাদেশী নাগরিক এবং একজন ভারতীয় মানব পাচারকারী সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছিল।
আগরতলা সরকারি রেলওয়ে পুলিশ, রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ), সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), স্থানীয় পুলিশ স্টেশন এবং অন্যান্য সহযোগী সংস্থাগুলির যৌথ অভিযানের সময় পশ্চিম ত্রিপুরা জেলার চানিপুরের বাসিন্দা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
ত্রিপুরার বিভিন্ন স্থানে, বিশেষ করে আগরতলা রেলওয়ে স্টেশনে বাংলাদেশী এবং রোহিঙ্গা ব্যক্তিদের ধারাবাহিকভাবে গ্রেফতার করা হয়েছে। ত্রিপুরা পুলিশের এক প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি, ২০২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৮১৬ জন বাংলাদেশি নাগরিক, ৭৯ জন রোহিঙ্গা ব্যক্তি এবং দুইজন নাইজেরিয়ানকে গ্রেফতার করা হয়েছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সম্প্রতি জানিয়েছেন যে ২০২২ থেকে ৩১ অক্টোবর, ২০২৪ পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের জন্য ২৮১৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ১৭৪৬ জনকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং ১০৬৯ জনকে জেল হেফাজতে, অস্থায়ী আটক কেন্দ্রে, আশ্রয়কেন্দ্রে অথবা জামিনে রাখা হয়েছে।
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার মধ্যে স্থল ও নদী সীমান্ত রয়েছে, যার বেশিরভাগই কাঁটাতারের বেড়া দিয়ে ঢাকা। তবে কিছু অংশ এখনও স্থানীয় বিরোধের কারণে বেড়া দেওয়া হয়নি।