প্রচণ্ড ক্ষুব্ধ অভিষেক, পদত্যাগ দাঁইহাট পুরসভার চেয়ারম্যানের

চাকরির বিনিময়ে এক তরুণীকে 'কুপ্রস্তাব' দেওয়ার অভিযোগ ওঠে দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলের বিরুদ্ধে।

চাকরির বিনিময়ে এক তরুণীকে 'কুপ্রস্তাব' দেওয়ার অভিযোগ ওঠে দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলের বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
east burdwan daihat municipality chairman sishir mandal resign

পদত্যাগ করলেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান।

অবশেষে পদ ছাড়লেন পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল। এক তরুণীকে চাকরির বিনিময়ে তিনি 'কুপ্রস্তাব' দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপিংস ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। তারই জেরে বিতর্ক তুঙ্গে ওঠে। শেষমেশ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে পদত্যাগ করেছেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল।

Advertisment

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। এক তরুণীর সঙ্গে এক পুরুষের টেলিফোনে কথোপকথনের অডিও এবং ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়া অডিও ও ভিডিও কথোপকথনে পুরুষ কন্ঠের ব্যক্তি দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল বলে অভিযোগ ওঠে। যদিও ভাইরাল হওয়া ওই অডিও এবং ভিডিও-র সত্যতা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যাচাই করেনি।

অডিও ক্লিপিংসটিতে এক পুরুষকণ্ঠকে চাকরির বিনিময়ে এক তরুণীকে 'কুপ্রস্তাব' দেওয়ার অভিযোগ ওঠে। এমনকী টেলিফোনে কথপোকথনের মধ্যেই ওই পুরুষকণ্ঠটি তরুণীকে সহবাসের প্রস্তাব দিয়ে বসেন। আর্থিক প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে একটি লজে যাওয়ার কথাও বলেন ওই ব্যক্তি। ওই পুরুষকণ্ঠটি দাঁইহাট পুরসভার চেয়ারম্যানের বলে অভিযোগ। এরপরেই হুলস্থূল পড়ে যায়। তৃণমূল পরিচালিত দাঁইহাট পুরসভার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বিরোধীরা। চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি।

আরও পড়ুন- হাইকোর্টের রায়ে বিরাট স্বস্তিতে অভিষেকের স্ত্রী-শ্যালিকা

Advertisment

এদিকে দলের নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় ঘোর অস্বস্তিতে পড়ে যায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শিশির মণ্ডলকে চেয়ারম্যান পদ ছাড়ার নির্দেশ দিয়েছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অবশেষে পদত্যাগ করেছেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল। শুক্রবার এসডিও অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খতিয়ে দেখার পরেই দল ব্যবস্থা নিলে ভালো করত বলে মনে করেন শিশির মণ্ডল।

tmc abhishek banerjee West Bengal Resignation