/indian-express-bangla/media/media_files/2025/06/23/rath-ytara-2025-06-23-10-11-59.jpg)
Puri Rath Yatra 2025: পুরীর রথযাত্রা। ফাইল ছবি।
Puri Rath Yatra 2025 special trains: ইস্ট কোস্ট রেলওয়ে (ECoR) রথযাত্রা উৎসবের সময় পুরীর উদ্দেশে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পুরীতে নিয়মিত ট্রেন পরিষেবা বহাল থাকার পাশাপাশি অতিরিক্ত এই ট্রেনগুলি চলবে। এই বিশেষ ট্রেনগুলি ওড়িশার বিভিন্ন অংশের পাশাপাশি বিশাখাপত্তনম (অন্ধ্র প্রদেশ), গোন্ডিয়া (ছত্তিশগড়) এবং সাঁতরাগাছি (পশ্চিমবঙ্গ) থেকে পুরীর উদ্দেশে যাবে।
রথযাত্রার সময় পুরীতে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। ওড়িশা বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকেও কাতারে কাতারে পুন্যার্থী রথের সময় পুরীতে যান। বিপুল এই ভক্তের চাপ সামাল দিতেই রথযাত্রার সময় পুরীর উদ্দেশ্যে এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
ওড়িশার পুরীতে রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা পূর্ব উপকূল রেলওয়ের। এই অতিরিক্ত ট্রেনগুলি পুরীগামী নিয়মিত ট্রেনের পাশাপাশি চালানো হবে। মূলত রথযাত্রার সময় পুণ্যার্থীদের বিপুল ভিড় সামাল দিতেই এই সিদ্ধান্ত রেলের।
একটি বিবৃতিতে, ইস্ট কোস্ট রেলওয়ে জানিয়েছে, ওড়িশার বিভিন্ন অংশ এবং নিকটবর্তী রাজ্য থেকে আগত ভক্তদের জন্য নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করার জন্য তারা ব্যাপক ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ট্রেনগুলি রাউরকেল্লা, বীরমিত্রপুর, বাঙ্গিরিপোসি, জুনাগড় রোড, বাদামপাহার, বৌদ্ধ, জগদলপুর, বলেশ্বর, অঙ্গুল, গুণুপুর এবং রায়গড়ার মতো শহরগুলি থেকে চলাচল করবে। এছাড়াও, বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ), গোন্ডিয়া (ছত্তিশগড়) এবং সাঁতরাগাছি (পশ্চিমবঙ্গ) থেকে ট্রেনগুলি চলাচল করবে।
আরও পড়ুন- IMD rainfall alert:তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, প্রবল ঝড়-জল ও বজ্রপাতের সর্তকতা
“বিশেষ ট্রেনের এই বিস্তৃত নেটওয়ার্ক পুরীতে আসা বিপুল সংখ্যক তীর্থযাত্রীদের পরিচালনা করতে সাহায্য করবে এবং প্রত্যন্ত ও অভ্যন্তরীণ অঞ্চলের মানুষের জন্য ভ্রমণ সহজতর করবে,” ECoR জানিয়েছে। এই বছর বিশেষ ট্রেনের সংখ্যা ২০২৪ সালে ৩১৫টি থেকে বেড়ে ২০২৫ সালে ৩৬৫টি হয়েছে।