Kolkata Metro: আজ থেকে দু'দফায় মোট ৮ দিন বন্ধ মেট্রো, চূড়ান্ত যাত্রী দুর্ভোগের আশঙ্কা

East West Metro: আজ থেকেই দুই দফায় বন্ধ মেট্রো চলাচল। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে চূড়ান্ত যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro,East West Metro,East West Metro services will be closed for 8 days in two phases,আজ থেকে দু'দফায় বন্ধ মেট্রো চলাচল,ইস্ট ওয়েস্ট মেট্রো,কলকাতা মেট্রো

Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।

East West Metro services will be closed for 8 days in two phases: আজ থেকেই দু'দুফায় মোট ৮ দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। প্রথম দফায় চার দিন এবং এরপর দ্বিতীয় দফায় আরও চার দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো বন্ধ থাকার জেরে যাত্রী ভোগান্তি চূড়ান্ত হতে পারে বলে আশঙ্কা। মেট্রোরেলের বউবাজারের অংশ এবার জুড়ছে গ্রিন লাইনের সঙ্গে। এই সপ্তাহে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত চার দিন ইস্ট ওয়েস্ট মেট্রো বন্ধ থাকবে। এরপর আগামী সপ্তাহেও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আরও চার দিন বন্ধ থাকবে মেট্রো চলাচল।

Advertisment

মেট্রোযাত্রীদের জন্য দুঃসংবাদ! সিগন্যালিং সংক্রান্ত কাজের জন্য আজ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রথম দফায় টানা পরপর চার দিন ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকছে। চলতি ফেব্রুয়ারি মাসে ৮ দিন সম্পূর্ণরূপে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকার কথা আগেই বিবৃতি দিয়ে জানিয়েছিল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষ।

এবার আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রথম দফায় টানা চার দিন ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকছে। কলকাতা মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি এবং ২০ থেকে ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ দুই অংশেই কোনও মেট্রো চলবে না এই আটদিন।

আরও পড়ুন- West Bengal News Live: মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু বাংলার দুই পুণ্যার্থীর, জখম ৮

Advertisment

স্বাভাবিকভাবেই চলতি মাসে দুই দফায় মোট আট দিন ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকার জেরে চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হবে যাত্রীদের। কলকাতার লাইফ লাইন মেট্রো রেল। কলকাতার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শহরতলীর কাতারে কাতারে মানুষ ফি দিন মেট্রোয় চেপেই তাঁদের কর্মস্থলে কিংবা অন্যান্য কাজে যাতায়াত করেন। সুতরাং মেট্রো বন্ধে তাঁদেরও দুর্ভোগের মুখে পড়তে হবে।

আরও পড়ুন- Canning: কেউটের ছোবলে কাতরাচ্ছিলেন যুবক, বিষধর সাপ সঙ্গে নিয়েই হাসপাতালে যেতেই....

ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু হয়ে যাওয়ায় তথ্যপ্রযুক্তি নগরীর কর্মজীবীদের দারুণ সুবিধা হয়েছে। শিয়ালদহ থেকে মুহূর্তে পৌঁছে যাওয়া যায় সল্টলেক সেক্টর ফাইভে। তবে এবার এই পরিষেবা আট দিন বন্ধ থাকায় তথ্য প্রযুক্তি নগরীর হাজার-হাজার কর্মী ভোগান্তির শিকার হবেন।

আরও পড়ুন- Mongalkote: তৃণমূলের দাপুটে নেতাকে পিষে দিল গাড়ি, খুন না দুর্ঘটনা? সাংঘাতিক অভিযোগ বিধায়কেরই

kolkata metro east-west metro Bengali News Today Metro news in west bengal news of west bengal