New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/13/wXToklIaWHACUDdtQA76.jpg)
Purba Bardhaman News: গাড়ির ধাক্কায় শাসকদলের নেতার মৃত্যু, আহত আরও ১।
Purba Bardhaman News: গাড়ির ধাক্কায় শাসকদলের নেতার মৃত্যু, আহত আরও ১।
Tmc leader dies after being hit by a car in Mongalkote: রাজ্যে ফের তৃণমূল নেতাকে খুনের অভিযোগ। এবার সরগরম পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। বুধবার বিকেলে গাড়ির ধাক্কায় মৃত্যু মঙ্গলকোটের তৃণমূলের নেতা লালু শেখের (৪৭)। ঘটনায় জখম হয়েছেন মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি মফিজুল শেখও। এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ মৃত ও জখমের পরিবার। মঙ্গলকোটের কল্যাণপুর গ্রামের বাসিন্দা মৃত ও জখমের পরিবারের সদস্যদের দাবি, "পরিকল্পনা করেই ধাক্কা মারা হয়েছে লালু ও মফিজুলকে। ওরা বাইকে যাচ্ছিলেন।" এই আশঙ্কার কথা জানিয়ে তাঁরা রাতেই মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেছেন। মৃতের পরিবারের মতোই এলাকার তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীও একই আশঙ্কা করছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পুরনো একটি মামলায় জামিন নিতে কাটোয়া আদালত গিয়েছিলেন লালু শেখ ও মফিজুল শেখ। জামিন নিয়ে বুধবার বিকেল তাঁরা মোটরবাইকে চড়ে কল্যাণপুর গ্রামে ফিরছিলেন। পথে মঙ্গলকোটের নতুনহাট-গুসকরা রোডের আটঘরা গ্রামের কাছে একটি গাড়ি বাইক আরোহীদের ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়। তাতে ঘটনাস্থলেই লালুর মৃত্যু হয়। জখম মফিজুলকে উদ্ধার করে প্রথমে মঙ্গলকোটের নতুনহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতিতে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে পারেননি মৃত ও জখম তৃণমূল নেতার পরিবার। মফিজুলের ভাইপো মকবুল শেখের দাবি, তাঁদের আগেই তাঁর কাকারা কাটোয়া থেকে বেরিয়ে গিয়েছিলেন। তিনি কিছুটা পিছনে ছিলেন। স্থানীয় ডাকবাংলো মোড়ে পৌঁছে তিনি ঘটনার খবর পান। তাঁদের ধারণা! এটি নিছক একটা দুর্ঘটনা নয়। পরিকল্পনা করে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর কাকার শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও তাঁর দাবি।
ঘটনার খবর পেয়ে গতরাতেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছোন সমঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৈয়দ নুরুল ইসলাম। তিনিও এই ঘটনাকে শুধুমাত্র একটা দুর্ঘটনা হিসাবে মানতে নারাজ। তিনি বলেন, "এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে। শুনেছি, আটঘরার কাছে কয়েকজন মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিল। তারা নতুনহাট বাসস্ট্যান্ড থেকে লালু ও মফিজুলের পিছু নিয়েছিল। তারই মধ্যে একটি গাড়ি ওদের বাইকে ধাক্কা মেরে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে মেরে দিয়েছে।”
আরও পড়ুন- Kolkata Weather Today:ফের পারদ পতনের জোরালো পূর্বাভাস, ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
এদিকে মঙ্গলকোটের রাজনীতিতে বিধায়ক গোষ্ঠীর অনুগামী বলেই পরিচিত মফিজুলরা। তাদের উল্টো দিকে রয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। ঘটনার খবর পেয়ে বিধানসভা থেকে সরাসরি নতুনহাট হাসপাতালে পৌঁছে যান মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি বলেন, "এটা দুর্ঘটনা নয়। পরিকল্পিতভাবে গাড়ি চাপা দেওয়া হয়েছে।" বিধায়ক এই ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, মাটি কাটা নিয়ে সপ্তাহ খানেক আগে লাখুরিয়াতে তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে গোলমাল বেধেছিল। মারপিটও হয়। তখন একপক্ষ মফিজুলদের দিকে আঙুল তুলেছিল। যদিও গতকালের ঘটনার সঙ্গে আগের কোনও ঘটনার যোগসূত্র আছে কিনা তা পুলিশ
খতিয়ে দেখছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বর্ধমান গ্রামীণ) রাহুল পাণ্ডে জানিয়েছেন, কীভাবে এই ঘটনা ঘটল তা এখনই বলা সম্ভব নয়। অভিযোগের তদন্ত হবে। তদন্তের পরেই, কী হয়েছে তা বলা সম্ভব হবে।
আরও পড়ুন- DA Hike West Bengal Budget 2025: সরকারি কর্মীদের ৪% ডিএ বাড়াল রাজ্য, বাজেটে নয়া প্রকল্পের ঘোষণা