Train Cancellation For Dolyatra: দোলে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগ এড়াতে জানুন বিশদে

Train Cancellation For Dolyatra: দোলযাত্রার দিন একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে। দুর্ভোগ এড়াতে আগেভাগে জেনে নিন গুরুত্বপূর্ণ সেই তথ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Eastern rail Howrah Sealdah Local Train Cancellation For Dolyatra Holi 2025:পূর্ব রেল, লোকাল ট্রেন বাতিল, ফিরহাদ হাকিম,দোল

Train Cancellation For Dolyatra:দোলের দিন একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে।

Local Train Cancelled for Dolyatra 2025: দোলের (Holi) দিন প্রতিবারই বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়ে থাকে। এবারও তার অন্যথা হয়নি। আগামীকাল অর্থাৎ ১৪ মার্চ দোল। এবারও দোলের দিন হাওড়া এবং শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
 দুর্ভোগ এড়াতে আগেভাগে সেই ট্রেন বাতিল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন।

Advertisment

স্বাভাবিকভাবে দোলের দিন সরকারি সংস্থাগুলির পাশাপাশি বহু বেসরকারি সংস্থায় ছুটি থাকে। অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের সংখ্যা কম থাকার জেরে এদিন ট্রেন কম চালায় রেল।

 রেলের তরফে জানানো হয়েছে, দোলের দিন শিয়ালদহ দক্ষিণ শাখা এবং মেইন শাখার পাশাপাশি হাওড়া শাখাতেও বহু লোকাল ট্রেন বাতিল (Local Train Cancel) করা হয়েছে।

আরও পড়ুন- AIMIM: তৃণমূলের মুসলিম ভোটে থাবা বসাতে তৈরি মিম! 'কাঁটা' দিয়েই 'কাঁটা' তোলার ছক বিজেপির?

Advertisment

আগামীকাল অর্থাৎ ১৪ মার্চ দোলের দিন, শিয়ালদহ ডিভিশনে শিয়ালদহ-রানাঘাট, রানাঘাট-গেদে, শিয়ালদহ-গেদে, রানাঘাট-কৃষ্ণনগর সিটি লোকাল, নৈহাটি-রানাঘাট লোকাল-সহ একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল থাকবে শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-বনগাঁ, বারাসাত-হাসনাবাদ সহ একাধিক লোকাল ট্রেন।

শিয়ালদহ শাখার পাশাপাশি হাওড়া শাখাতেও আগামীকাল দোলের দিন আপ ও ডাউন মিলিয়ে মোট ৬৫ টি ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল হাওড়া শাখায় হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর,হাওড়া শেওড়াফুলি, হাওড়া শ্রীরামপুর, নৈহাটি-ব্যান্ডেল হাওড়া-শ্রীরামপুর-সহ একাধিক লোকাল ট্রেন বতিল থাকবে।

holi Local Train Dol train cancell