Local Train Cancelled for Dolyatra 2025: দোলের (Holi) দিন প্রতিবারই বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়ে থাকে। এবারও তার অন্যথা হয়নি। আগামীকাল অর্থাৎ ১৪ মার্চ দোল। এবারও দোলের দিন হাওড়া এবং শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
দুর্ভোগ এড়াতে আগেভাগে সেই ট্রেন বাতিল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন।
স্বাভাবিকভাবে দোলের দিন সরকারি সংস্থাগুলির পাশাপাশি বহু বেসরকারি সংস্থায় ছুটি থাকে। অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের সংখ্যা কম থাকার জেরে এদিন ট্রেন কম চালায় রেল।
রেলের তরফে জানানো হয়েছে, দোলের দিন শিয়ালদহ দক্ষিণ শাখা এবং মেইন শাখার পাশাপাশি হাওড়া শাখাতেও বহু লোকাল ট্রেন বাতিল (Local Train Cancel) করা হয়েছে।
আরও পড়ুন- AIMIM: তৃণমূলের মুসলিম ভোটে থাবা বসাতে তৈরি মিম! 'কাঁটা' দিয়েই 'কাঁটা' তোলার ছক বিজেপির?
আগামীকাল অর্থাৎ ১৪ মার্চ দোলের দিন, শিয়ালদহ ডিভিশনে শিয়ালদহ-রানাঘাট, রানাঘাট-গেদে, শিয়ালদহ-গেদে, রানাঘাট-কৃষ্ণনগর সিটি লোকাল, নৈহাটি-রানাঘাট লোকাল-সহ একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল থাকবে শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-বনগাঁ, বারাসাত-হাসনাবাদ সহ একাধিক লোকাল ট্রেন।
শিয়ালদহ শাখার পাশাপাশি হাওড়া শাখাতেও আগামীকাল দোলের দিন আপ ও ডাউন মিলিয়ে মোট ৬৫ টি ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল হাওড়া শাখায় হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর,হাওড়া শেওড়াফুলি, হাওড়া শ্রীরামপুর, নৈহাটি-ব্যান্ডেল হাওড়া-শ্রীরামপুর-সহ একাধিক লোকাল ট্রেন বতিল থাকবে।