Advertisment

Eastern Rail: পুজোয় পুরী? ভ্রমণপ্রিয় বাঙালির জন্য ফাটাফাটি বন্দোবস্ত! রেলের বাম্পার উদ্যোগ দারুণ সাড়া ফেলবে

Eastern Railway: যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ করতে দেখা যায় পূর্ব রেলকে। বিশেষ করে উৎসবরে মরশুমে একগুচ্ছ অতিরিক্ত ট্রেন দিয়ে যাত্রীদের দারুণ সুবিধা দেয় রেল। এবারও তার কোনও অন্যথা হয়নি। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এছাড়াও দেশজুড়ে শুরু হয়ে যাবে উৎসবের মরশুম। রয়েছে দীপাবলি এবং ছটের মতো রঙিন উৎসবও। উৎসবের দিনগুলিতে ভ্রমণপিপাসুদের জন্য এবার দারুণ এক তৎপরতা নিয়েছে পূর্ব রেল। বিশেষ এই প্রতিবেদনে সেব্যাপারেই বিস্তারিতভাবে আলোচনা করা হল।

author-image
IE Bangla Web Desk
New Update
eastern rail will run kolkata-puri special trains during festive seasons, কলকাতা-পুরী স্পেশাল ট্রেন, পূর্ব রেল, দুর্গাপুজো

Eastern Rail: ভ্রমণপ্রিয় বাঙালিদের সুবিধার্থে দারুণ উদ্যোগ পূর্ব রেলের।

Eastern Rail-Puri: আর কিছুদিনের মধ্যেই পুরোদমে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। এই মরশুমে বেড়াতে যাওয়ার একটা প্রবল হিড়িক লক্ষ্য করা যায় ফি বার। উৎসবের মরশুমে কলকাতা থেকে পুরী যাওয়ার ক্ষেত্রে দারুণ উৎসাহ এবারেও। সেই কারণেই ভ্রমণপিপাসুদের সুবিধার্থে এবার বিরাট বন্দোবস্ত পূর্র বেলের। শারদীয়ায় কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য ১৩ হাজার অতিরিক্ত বার্থ সহ ট্রেনগুলিতে এখনই টিকিট সংগ্রহের আহ্বান পূর্ব রেলের। এব্যাপারে রীতিমতো বিবৃতি দিয়েছে পূর্ব রেল।

Advertisment

পূর্ব রেলের দেওয়া বিবৃতি:

আসন্ন পূজা, দীপাবলি এবং ছট উত্সব সহ উত্সবের মরশুম এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পুরীগামী ট্রেনগুলির জন্য টিকিটের বিপুল চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন গন্তব্যের মধ্যে, পুরী বাঙালিদের কাছে একটি প্রিয় হিসাবে দাঁড়িয়েছে। পুরী বরাবরই ভ্রমণপিপাসুদের একটি অনন্য অভিজ্ঞতা দেয়। সেখানে কেউ পবিত্র জগন্নাথ মন্দির দর্শনে যান, কেউ যান সমুদ্রের মহিমান্বিত গর্জন উপভোগ করতে।

এবার কলকাতা থেকে পুরী যেতে উৎসবের মরশুমে বিশেষ ট্রেনের সময়সূচি দিল রেল:

আগামী ৩ অক্টোবর, ২০২৪ থেকে ২৮ নভেম্বপর, ২০২৪-এর মধ্যে ০৩১০১ কলকাতা – পুরী স্পেশাল কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাবে প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়। পরের দিন সকাল ৯.৩৫ মিনিটে ট্রেনটি পুরীতে পৌঁছোবে। একইভাবে উৎসবের মরশুমে আগামী ৪ অক্টোবর, ২০২৪ থেকে ২৯ নভেম্বর, ২০২৪-এর মধ্যে চালানো হবে ০৩১০২ পুরী-কলকাতা স্পেশাল ট্রেন। প্রতি শুক্রবার বেলা ৩টেয় পুরী থেকে ছেড়ে পরের দিন রাত ২টোয় কলকাতা স্টেশনে পৌঁছোবে ট্রেনটি।

আরও পড়ুন- Kolkata Metro: পাতালপথে গর্বের ইতিহাস কলকাতা মেট্রোর! দুরন্ত কীর্তির দিগন্তজোড়া প্রশংসা

আরও পড়ুন- মুহূর্তের সিদ্ধান্তে ঘুরল ভাগ্যের চাকা! দিনমজুরের রাতারাতি কোটিপতি হওয়ার এই গল্প চমকে দেবেই!

পরের দিন ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত, স্লিপার ক্লাস এবং সাধারণ দ্বিতীয় শ্রেণীর থাকার ব্যবস্থা থাকবে। ০৩১০১ কলকাতা – পুরী স্পেশালের বুকিং PRS এবং ইন্টারনেটের মাধ্যমে করা যাচ্ছে।

special train Puri kolkata news Eastern Railway kolkata
Advertisment