Advertisment

Eastern Railway: বেকারদের জন্য অকল্পনীয় সুখবর! চাকরির বিরাট দরজা খুলে দিল রেল

Eastern Railway-RRB: বিষয়টি নিয়ে চর্চা বাড়তেই এব্যাপারে বিস্তারিতভাবে রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়ে দিল পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। রেলে যারা চাকরি করতে চান, তাঁদের জন্য এই বিশেষ প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেলচালকের চাকরিতে যারা ইচ্ছুক তারা এই খবর আগে পড়ুন। সোশ্যাল মিডিয়ায় এব্যাপারে কিছু বক্তব্য ঘুরছিল। বিষয়টি নজর এড়ায়নি রেল কর্তাদেরও। সেই কারণেই এব্যাপারে বিবৃতি দিয়ে নিজেদের বক্তব্য থুলে ধরল পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
Speed ​​of several long distance trains of Eastern Railway increased from 110 km to 130 km, একাধিক দূরপাল্লার ট্রেনের গতি বাড়াল পূর্ব রেল

প্রতীকী ছবি।

Railway Recruitment Board: কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়েছে যে পূর্ব রেলে ট্রেন চালকের সংখ্যা যথাযথ নয় অর্থাৎ ট্রেন চালকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। এই খবর সম্পূর্ণরূপে সত্য নয়। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক মাসে সমগ্র পূর্ব রেলওয়েতে অন্যান্য কর্মচারীদের মতোই ট্রেন চালকরাও অবসর গ্রহণ করেন, ফলে প্রত্যেক মাসেই নির্দিষ্ট সংখ্যক ট্রেন চালকের পদ খালি হয়ে যায়। রেলের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

Advertisment

রেল আরও জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী সমস্ত খালি পদগুলিতে নতুন ট্রেন চালকদের নিয়োগ করা হয় বা জুনিয়র চালকদের পদোন্নতির মাধ্যমে খালি পদগুলি পূরণ করা হয়। যেমন আগামী আগস্ট মাসে প্রায় ১২৬০ জন ট্রেন চালকের পদোন্নতির মাধ্যমে খালি পদ পূরণ হতে চলেছে।

রেলের তরফে দেওয়া বিবৃতিতে আরও জানানো হয়েছে, রেলের রিক্রুটমেন্টে পদ্ধতি এককালীন অর্থাৎ প্রয়োজন অনুযায়ী নিয়মিত ব্যবধানে RRB (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড) -এর মাধ্যমে স্বচ্ছভাবে ট্রেন চালকের পদে নিয়োগ করা হয়।

আরও পড়ুন- স্কুল তখন চলছিল, আচমকা কিলবিল করতে করতে ওসব কী বেরিয়ে এল?

খুব শীঘ্রই সর্বভারতীয়স্তরে প্রায় ১৫০০০-এরও বেশি ট্রেন চালকের পদে রিক্রুটমেন্টের ব্যবস্থা হতে চলেছে। ভবিষ্যতের রেল চালকদের কাছে এটি একটি বিরাট সুখবর।

indian railway Eastern Railway jobs
Advertisment