Advertisment

Eastern Railway: রকেট গতিতে চোখের নিমেষে পৌঁছোন গন্তব্যে! কোন কোন ট্রেনের স্পিড বাড়াল রেল?

Eastern Railway: যাত্রীদের সুবিধার্থে এর আগেও একাধিক সব দুরন্ত তৎপরতা নিতে দেখা গিয়েছিল পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষকে। এবার যাত্রীদের ট্রেন যাত্রার ক্ষেত্রে দুরন্ত এক অভিজ্ঞতার স্বাদ দিতে অভিনব পদক্ষেপ করেছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
Eastern Railway Puri Rath Yatra Special Train

Eastern Railway: পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর!

Eastern Rail: যাত্রীদের আরও গতিময় ও মসৃণ পরিষেবার কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উদ্যোগ নেয়। সেগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হল স্পিড এনহ্যান্সমেন্ট বা ট্রেনের গতি বৃদ্ধি। পূর্ব রেলওয়ে সালানপুর-ঝাঝা শাখায় ট্রেনের গতি বাড়িয়েছে। যে সমস্ত ট্রেনের গতি বাড়ানো হয়েছে তাদেরই কয়েকটির বিবরণ বিশেষ এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

এবার থেকে সালানপুর-ঝাঝা শাখায় ১২২৭৩/১২২৭৪ হাওড়া - নিউ দিল্লি - হাওড়া দুরন্ত এক্সপ্রেস
১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১২৩০৩/১২৩০৪ হাওড়া - নিউ দিল্লি - হাওড়া পূর্বা এক্সপ্রেস

১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১২৩০৫/১২৩০৬ হাওড়া - নিউ দিল্লি - হাওড়া রাজধানী এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১৫২৩৫/১৫২৩৬ হাওড়া - দ্বারভাঙা - হাওড়া এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১৫২৭১/১৫২৭২ হাওড়া - মুজাফ্ফরপুর - হাওড়া জনসাধারণ এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে।

একইভাবে ১২৩২৭/১২৩২৮ হাওড়া - দেরাদুন - হাওড়া উপাসনা এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। একইভাবে ১২৩৩১/১২৩৩২ হাওড়া - জম্মু তাওই - হাওড়া হিমগিরি এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১২৩৫১/১২৩৫২ হাওড়া - রাজেন্দ্র নগর - হাওড়া এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১২৩৬৯/১২৩৭০ হাওড়া - দেরাদুন - হাওড়া কুম্ভ এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১৩০০৫/১৩০০৬ হাওড়া - অমৃতসর - হাওড়া মেইল ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১৩০২১/১৩০২২ হাওড়া - রক্সল - হাওড়া মিথিলা এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে।

আরও পড়ুন- Eastern Railway: রেলচালকদের জন্য একেবারে ‘5 স্টার’ সুযোগ-সুবিধা! জমাটি ব্যবস্থা জানলে চমকে যাবেন

১২৩১৫/১২৩১৬ কলকাতা - উদয়পুর সিটি - কলকাতা অনন্যা এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১২৩১৭/১২৩১৮ কলকাতা - অমৃতসর - কলকাতা অকালতখত এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে।১২৩২৫/১২৩২৬ কলকাতা - নাঙ্গলদাম - কলকাতা গুরুমুখী এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১৩১২১/১৩১২২ কলকাতা - গাজীপুর সিটি - কলকাতা শব্দভেদী এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১৩১৩৫/১৩১৩৬ কলকাতা - জয়নগর - কলকাতা এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১৩১৩৭/১৩১৩৮ কলকাতা - আজমগর - কলকাতা এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে।১৫২৩৩/১৫২৩৪ কলকাতা - দ্বারভাঙা - কলকাতা মৈথিলী এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে।

আরও পড়ুন- Eastern Railway: সাধারণ যাত্রীদের সুবিধার্থে ফাটাফাটি বন্দোবস্ত! টিকিটের আকাশছোঁয়া চাহিদায় অকল্পনীয় উদ্যোগ রেলের

২২১৯৭/২২১৯৮ কলকাতা - বীরাঙ্গনা রানী লক্ষীবাঈ ঝাঁসি - কলকাতা প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১৯৪৩৫/১৯৪৩৬ আসানসোল - আহমেদাবাদ - আসানসোল এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে।১২২৫৩/১২২৫৪ এসএমভিটি বেঙ্গালুরু - ভাগলপুর - এসএমভিটি বেঙ্গালুরু অঙ্গ এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ২২২১৩/২২২১৪ শালিমার - পাটনা - শালিমার দুরন্ত এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে।

২২৩০৫/২২৩০৬ এসএমভিটি বেঙ্গালুরু - জসিডি - এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১৭০০৫/১৭০০৬ হায়দরাবাদ - রোক্সল - হায়দরাবাদ এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে। ১৭৩২১/১৭৩২২ ভাস্কো দা গামা - জসিডি - ভাস্কো দা গামা এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে।১৫০২৭/১৫০২৮ সম্বলপুর - গোরখপুর - সম্বলপুর মৌর্য এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে।২২৬৪৩/২২৬৪৪ এর্নাকুলাম - পাটনা - এর্নাকুলাম এক্সপ্রেস ১৩০ কিমি/ঘণ্টায় ছুটবে।

indian railway Eastern Railway Train
Advertisment