Advertisment

Eastern Railway: যাবতীয় গণ্ডি তুলে দিল পূর্ব রেল! যাত্রী স্বার্থে যুগান্তকারী তৎপরতার ভূয়সী প্রশংসা

Eastern Railway-UTS: যাত্রীদের সুবিধার্থে এর আগেও একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছিল পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষকে। এবার আরও এক অভাবনীয় পদক্ষেপ করার পথে হাঁটল রেল। ট্রেনের সাধারণ শ্রেণিতে ভ্রমণের ক্ষেত্রে এবার আরও সহজতর অধ্যায়ের সূচনা হয়ে গেল পূর্ব রেলের অভূতপূর্ব এই পদক্ষেপের মধ্য দিয়ে।

Joyprakash Das এবং Nilotpal Sil
New Update
eastern railway has removed the 20 km barrier on UTS on mobile app

প্রতীকী ছবি।

Eastern Railway: আপনার বাড়ি রেল স্টেশন থেকে অনেক দূরে ? ভাবছেন স্টেশনে পৌঁছে টিকিট কাটতে কাটতে হয়তো ট্রেন বেরিয়ে যেতে পারে ? তবে এবার আর কোনও চিন্তা নেই। পূর্বরেল আপনাদের জন্য এই প্রকট সমস্যার সমাধান নিয়ে এসেছে। এখন, বাড়ি স্টেশন থেকে যত দূরেই হোক না কেন, UTS অন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন।

Advertisment

ট্রেনের সাধারণ শ্রেণিতে ভ্রমণকে আরও সহজ করতে, UTS অন মোবাইল অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন, আগে এই অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ যদি কোনও যাত্রী কোনও স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে থাকেন, তবেই তিনি UTS অন মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন। এখন এই নিষেধাজ্ঞা সরানো হয়েছে।

এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে টিকিট নিতে পারবেন। শুধুমাত্র যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন, তবে তিনি UTS অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট কাটতে পারবেন না, বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। রেলের তরফ থেকে এটি একটি বিশেষ প্রচেষ্টা, যাতে অনলাইন মাধ্যম, পেপারলেস টিকেটিং, ডিজিটাল বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখা যায়।

আরও পড়ুন- Cyclone: শিয়রেই ঘূর্ণিঝড়? আবারও লণ্ডভণ্ড বাংলা? উত্তরটা দিয়েই দিল মৌসম ভবন

পূর্ব রেলের তরফে বিবৃতি দিয়ে আরও জানানো হয়েছে, নিত্যযাত্রীদের স্বাচ্ছন্দে যে কোনও উদ্যোগ নিতে বদ্ধপরিকর পূর্ব রেল। তা সে অনলাইন অ্যাপ-ই হোক, অথবা স্টেশন পরিকাঠামোই হোক - সমস্ত প্যাসেঞ্জার অ্যামেনিটিজ এবং সার্ভিসেসের ক্রমাগত উন্নতিতে পূর্ব রেল যাত্রাপথ আরও সহজ করে তুলছে।

Rail Ticket Eastern Railway railway tickets
Advertisment