Digha Train Time: রাজ্যের সমুদ্র শহর দিঘা বরাবরই বাঙালির ফাটাফাটি পছন্দের একটি জায়গা। এবার ভরা বর্ষায় দিঘা যাওয়ার প্ল্যান করেছেন? আর চিন্তা নেই। দিঘা যাওয়ার জন্য এই বর্ষার মরশুমে স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করেছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। সপ্তাহান্তে ঝটিকা সফরে ঘুরে আসতেই পারেন বাংলার এই সমুদ্র নগরী থেকে। কলকাতার পাশাপাশি আশেপাশের এলাকার বাসিন্দাদের দিঘা যেতে সুবর্ণ এক সুযোগ করে দিয়েছে পূর্ব রেল।
কলকাতা থেকে দিঘায় যাওয়ার জন্য স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। উইকেন্ডে শনি ও রবিবার ছুটছে কলকাতা দিঘা-স্পেশাল ট্রেন। কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিঘা যাচ্ছে ট্রেনটি। একইভাবে ফিরতি পথে দিঘা থেকে কলকাতা স্টেশনে ফিরছে সেই বিশেষ ট্রেন।
ট্রেনের সময়সূচী:
চলতি জুলাই মাসের প্রতি শনি ও রবিবার কলকাতা থেকে দিঘা যাচ্ছে এই বিশেষ ট্রেন। গত ৭ জুলাই রথযাত্রার দিন থেকেই শুরু হয়ে গিয়েছে বিশেষ এই পরিষেবা। ০৩১৬১ কলকাতা-দিঘা স্পেশাল ট্রেন ছাড়ছে কলকাতা স্টেশন থেকে। ট্রেনটি যাওয়ার পথে আন্দুল, উলুবেড়িয়া, কাঁথি তমলুক স্টেশনে দাঁড়াচ্ছে।
৭ জুলাই রবিবার এই ট্রেনের প্রথম যাত্রা শুরু হয়েছিল কলকাতা স্টেশন থেকে। কলকাতা স্টেশন থেকে দিঘার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাচ্ছে দুপুর ২ টোয়। ট্রেনটি দিঘায় পৌঁছোচ্ছে সন্ধ্যা ৬.৫০ মিনিটে। ফিরতি পথে ওই ট্রেনটিই দিঘা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে আসছে সন্ধ্যা ৭.১০ মিনিটে। ওই ট্রেনটি কলকাতা স্টেশনে ঢুকছে রাত ১১.৫৫ মিনিটে।
কলকাতা-দিঘা এই স্পেশাল ট্রেনে বসে যাওয়ার বন্দোবস্তের পাশাপাশি রয়েছে স্লিপার কোচ। এই ট্রেনে সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, এসি, জেনারেল কোচ রয়েছে। গত ৭ জুলাই থেকে শুরু হয়েছে এই বিশেষ পরিষেবা। তবে পর্যটকদের জন্য এই পরিষেবা শীঘ্রই শেষ হচ্ছে। আপাতত আগামী ২৮ জুলাই পর্যন্ত এই দিঘা স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।
সুতরাং, ভরা বর্ষায় দিঘা বেড়ানোর একরাশ মজা নিতে গেলে চিন্তার আর বিশেষ কিছু নেই। ঝটপট প্ল্যান সাজান, ব্যাগ বাঁধুন আর বেড়িয়ে পড়ুন। মেরে কেটে দিন কয়েকের ছুটি ম্যানেজ করতে পারলেই কেল্লা-ফতে। বর্ষায় সৈকত নগরী দিঘার অনিন্দ্যসুন্দর পরিবেশ কাছ থেকে তারিয়ে তারিয়ে উপভোগের ষোলোআনা সুযোগ নিন।