Advertisment

Eastern Railway: পূর্ব রেলে ইতিহাস! শহরতলির যাত্রীদের জন্যই ভাঁড়ার উপচে রোজগার! মাথা ঘোরাবে আয়ের অঙ্ক!

Eastern Railway: পূর্ব রেলের ইতিহাসে এযেন নতুন এক অধ্যায়ের রচনা হয়েছে। এক্ষেত্রে একশোয় ১০০ পেয়েছেন শহরতলির যাত্রীরাই। রেলও তার নিরবিচ্ছিন্ন পরিষেবর মাধ্যমে যাত্রীদের আরও বেশি ভরসার কারণ হয়ে উঠেছে। পূর্ব রেলের তরফে নতুন এই নজির সৃষ্টির জন্য যাত্রীদের ভরসাই বড় কারণ বলে বিবৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
eastern railways ticket checking drive yields impressive results

Eastern Railway: নয়া রেকর্ড পূর্ব রেলে।

Eastern Railway: পূর্ব রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রায় ৩৬০০ কোটি টাকা প্যাসেঞ্জার রেভিনিউ বাবদ পূর্ব রেলের আয় হয়েছে ২০২৩-২৪ আর্থিক বছরে। এটি পূর্ব রেলের ইতিহাসে সর্বকালীন একটি রেকর্ড। পূর্বরেলের এই প্যাসেঞ্জার রেভিনিউ গত বছরের তুলনায় প্রায় ৯% বৃদ্ধি পেয়েছে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, শহরতলির মানুষজন পূর্বরেলের উপর ভরসা রেখেছেন এবং রেলের মাধ্যমেই তারা যাতায়াত করেন। ৬৩৬ কোটি টাকা পূর্ব রেল রোজগার করেছে শুধুমাত্র সাবার্বান প্যাসেঞ্জার সার্ভিস বাবদ। শহর ও শহরতলীর মানুষজন পূর্ব রেলের উপর অগাধ আস্থা রাখেন, এটাই তার প্রমাণ।

Advertisment

২০২৩-২৪ আর্থিক বছরে পূর্ব রেলওয়ের ট্রেনগুলিতে প্রায় ১১৫১ মিলিয়ন প্যাসেঞ্জার যাত্রা করেছেন। তার মধ্যে সাবার্বান ট্রেনগুলিতে যাত্রীর সংখ্যা প্রায় ৯৬৫ মিলিয়ন যারা শহরতলি থেকে কলকাতায় নিয়মিত যাতায়াত করেন। নন-সাবার্বান যাত্রীসংখ্যার ক্ষেত্রেও এক বিপুল বৃদ্ধি হয়েছে। গত বছরের তুলনায় তা বেড়েছে ৯%। ২০২৩-২৪ আর্থিক বছরে পূর্ব রেলওয়ে প্রায় ১৮৬ মিলিয়ন নন-সাবার্বান যাত্রী নিয়ে যেতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন- Dipsita Dhar: রচনাকে বেশ পছন্দ দীপ্সিতার! মমতা-কল্যাণের অঙ্গভঙ্গি নিয়েও সপাটে জবাব বাম প্রার্থীর

প্রবল দাবদাহের কারণে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কিছু কর্মস্থল বন্ধ থাকা সত্ত্বেও এবছর এপ্রিল মাসে প্যাসেঞ্জার রেভিনিউ বাবদ পূর্ব রেলের প্রচুর রোজগার হয়েছে। শুধুমাত্র এই এপ্রিল মাসে প্রায় ১০৭৩ কোটি টাকা আয় করেছে পূর্ব রেল যা একটি উল্লেখযোগ্য রেকর্ড এবং একটি মাইলস্টোন।

indian railway Eastern Railway
Advertisment