Advertisment

বাংলার তিন কেন্দ্রে উপনির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

লোকসভা ভোটের পর এই তিন কেন্দ্রের উপনির্বাচন ঘিরে শাসক-বিরোধী লড়াইয়ে আবারও সরগরম হবে বঙ্গ রাজনীতি, এমনটাই মনে করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
election commission, নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গে উপনির্বাচন, করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুর, west bengal by poll, west bengal by election, karimpur, kaliaganj, kharagpur, করিমপুরে উপনির্বাচন, কালিয়াগঞ্জে উপনির্বাচন, খড়গপুরে উপনির্বাচন

নির্বাচন কমিশন।

রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। খড়গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। আগামী ২৫ নভেম্বর ওই তিন কেন্দ্রে ভোটগ্রহণ। ফল ঘোষণা করা হবে আগামী ২৮ নভেম্বর। এমনটাই জানিয়েছে কমিশন।

Advertisment

আরও পড়ুন: দুষ্যন্তের হাত ধরে হরিয়ানায় সরকার গড়ছে বিজেপি

election commission, নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গে উপনির্বাচন, করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুর, west bengal by poll, west bengal by election, karimpur, kaliaganj, kharagpur, করিমপুরে উপনির্বাচন, কালিয়াগঞ্জে উপনির্বাচন, খড়গপুরে উপনির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি।

উল্লেখ্য, খড়গপুর ও করিমপুর কেন্দ্রের বিধায়ক পদে রয়েছেন বিজেপির দিলীপ ঘোষ ও তৃণমূলের মহুয়া মৈত্র। কিন্তু গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দু’জনেই সাংসদ পদে নির্বাচিত হয়েছেন। তাই ওই দুই কেন্দ্রে বিধানসভা আসন শূন্য। অন্যদিকে, কালিয়াগঞ্জ কেন্দ্রের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে ওই বিধানসভা আসনও শূন্য রয়েছে। তাই এই তিন কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

আরও পড়ুন: মমতা ভাইফোঁটায় তাঁকে কেন আমন্ত্রণ করলেন? এবার কি ঝামেলা মেটাতে চান মুখ্যমন্ত্রী?

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, তিন কেন্দ্রে উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৬ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ১১ নভেম্বর। লোকসভা ভোটের পর এই তিন কেন্দ্রের উপনির্বাচন ঘিরে শাসক-বিরোধী লড়াইয়ে আবারও সরগরম হবে বঙ্গ রাজনীতি, এমনটাই মনে করা হচ্ছে।

election commission
Advertisment