নিয়োগ দুর্নীতি মামলায় টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় ইডি। ফের তাঁকে তলব করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার ফের অভিনেতাকে ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠানো হয়েছে। বেশ কিছু নথি নিয়ে বনিকে ডেকে পাঠিয়েছে ইডি। এর আগে বৃহস্পতিবার দু'দফায় টানা প্রায় ৯ ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন টলিউডের এই অভিনেতা। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে বিলাসবহুল গাড়ি কিনতে মোটা টাকা নিয়েছিলেন বনি। সেব্যাপারেই তাঁকে জিজ্ঞাসাবাদ ইডির।
আবারও তলব অভিনেতা বনি সেনগুপ্তকে। নিয়োগ দুর্নীতি মামলায় টলিউডের এই অভিনেতাকে আগামী মঙ্গলবার ফের এক দফায় ডেকে পাঠিয়েছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম টলিউডের কোনও অভিনেতাকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় সংস্থার। ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্তল ঘোষের কাছ থেকে বিলাসবহুল গাড়ি কিনতে মোটা টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত। যে গাড়ি কিনতে কুন্তল বনিকে টাকা দিয়েছিলেন, সেই গাড়ির নথি নিয়ে মঙ্গলবার ফের তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি।
আরও পড়ুন- রাজ্যের ‘ফতোয়া’ উড়িয়েই ধর্মঘট, প্রায় শুনশান মহাকরণ, হাতেগোনা কর্মী বিকাশ ভবন-খাদ্য ভবনে
এর আগে বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দু'দফায় প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বনি সেনগুপ্তকে। ইডি সূত্রের খবর, বেশ কিছু প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি অভিনেতা। ইডির তদন্তকারী অফিসারদের বনি জানিয়েছিলেন, একজন প্রযোজক হিসেবে সিনেমা তৈরির জন্য তাঁর সঙ্গে কথা হয় কুন্তল ঘোষের। কুন্তল তাঁকে একটি বিলাসবহুল গাড়ি কিনতে টাকা দিয়েছিলেন বলে দাবি করেন বনি। অভিনেতা জানান, টাকার হোয়াইট ট্রানজাকশনের জন্যই গাড়ির অ্যাকাউন্টে টাকা নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন- ‘বনধ ডাকায় উনি তো চ্যাম্পিয়ন! এখন না বলছেন কেন?’ বেজায় টিপ্পনি দিলীপের
তবে বনিকে গাড়ি কিনতে কুন্তল মোটা টাকা দিলেও তার কোনও লিখিত চুক্তিপত্র নেই। এটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। কোনও লিখিত চুক্তিপত্র ছাড়া কীভাবে বিপুল অঙ্কের এই টাকা বনি কুন্তলের থেকে নিয়েছিলেন সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বনি সেনগুপ্ত। ইডি সূত্রের আরও দাবি, বৃহস্পতিবার প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেও অনেক প্রশ্নের উত্তর অধরা থেকে গিয়েছে। সেই কারণেই আগামী মঙ্গলবার গাড়ির নথিপত্র-সহ বনি সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠানো হয়েছে।