Advertisment

অভিষেকের গরহাজিরা ইডিতে, নয়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি

অভিষেক নির্ধারিত দিনে হাজিরা দিতে না এলে কী পদক্ষেপ করা হবে সেব্যাপারে একপ্রস্থ আলোচনা সেরেছে ইডি।

author-image
Joyprakash Das
New Update
ED is going to take new action against Abhishek banerjee

অভিষেক ব্যানার্জি।

দলীয় জনসংযোগ কর্মসূচি স্থগিত রেখে সিবিআইয়ের তলবে বাঁকুড়া থেকে তড়িঘড়ি কলকাতায় নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের পর অভিষেক জানিয়েছিলেন অহেতুক ১০-১২ ঘণ্টা সময় তদন্তকারী আধিকারিক ও তাঁর নষ্ট হল। এবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব পাওয়ার পর অভিষেক প্রথমেই জানিয়েছিলেন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তাই ইডিতে যেতে পারবেন না।

Advertisment

অভিষেকের বক্তব্য ছিল, 'কারও বাবার চাকর নই। ডাকলেই যেতে হবে নাকি।' সূত্রের খবর, পরবর্তীতে ইডিকে মেইল করে অভিষেক এখনই তাঁর না যাওয়ার কথা জানিয়েছেন। অভিষেকের গরহাজিরা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে ইডির উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যে একদফা আলোচনা সেরেছেন।

শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের পরে ইডি তলব করেছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক-জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের পরই এই সমন পাঠায় ইডি। ১৩ জুন, মঙ্গলবার সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে যাওয়ার সমন পাঠানো হয়েছে অভিষেককে। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তিনি ওই দিন ইডি দফতরে হাজির হবেন না বলে মেইল করে জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোট: মারাত্মক চক্রান্ত? মনোনয়ন জমা দিতেই পারলেন না শতাধিক বিরোধী প্রার্থী

সূত্রের খবর, অভিষেকের মেইল পাওয়ার পর নতুন করে ভাবছেন ইডি আধিকারিকরা। আগামী সোমবার তাঁরা এবিষয়ে বিশদে বৈঠক করবেন। অভিষেকের গরহাজিরা নিয়ে আইনি পদক্ষেপ করতে পারে ইডি। জানা গিয়েছে, আবার তলব করতে পারে বা আদালতের দ্বারস্থ হতে পারে ইডি। অভিষেকের অভিযোগ, অহেতুক তলব করছে ইডি। সময় নষ্ট করছে। তৃণমূলের অভিযোগ, নবজোয়ার যাত্রার সাফল্য দেখে বিজেপি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে দলীয় শীর্ষ নেতৃত্বকে হয়রান করছে।

ইতিমধ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে। ইডি সূত্রে খবর, কুন্তলের চিঠি ছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগের একাধিক ইস্যুতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অভিষেককে। এদিকে আগামী ৮ জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। গতকাল থেকেই মনোনয়নপত্র জমার কাজ শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে অভিষেককে ইডির তলবে অতীতের ছায়া দেখছে ঘাসফুল শিবির।

আরও পড়ুন- ভোট-পার্বণের শুরুতেই রক্তস্নান বাংলায়! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস কর্মী, ধৃত ২

নির্বাচন এলেই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা শুরু হয়। ইডিকে বলা তথ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি করে জানতে পারছেন? সেই প্রশ্নও তুলেছেন অভিষেক। এদিকে শুক্রবার দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু। নতুন করে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

cbi abhishek banerjee West Bengal ED WB SSC Scam
Advertisment