Advertisment

ED is trying to nab Sheikh Shahjahans Brother: নাগালে এসেও ফসকেছে! 'ঘোল' খেয়েও শাহজাহানের ভাইকে জালে পুরতে দুরন্ত ছক ED-র

Sheikh Shahjahan-Sheikh Sirajuddin: বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেলেও খোদ শাহজাহানের গড় সন্দেশখালি বিধানসভা এলাকায় বিজেপি লিড পেয়েছে। শাহজাহানের বুথেও খাপ খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। নির্বাচনের দিন শাহজাহানের বাড়ির লোকজন অন্য ভাইদের নিয়ে টু শব্দটিও করেনি। তবে ধৃত আলমগিরের শাশুড়ির দাবি, তাঁর জামাই নির্দোষ। ছোটোখাটো ব্যবসা করে সংসার চালায় সে। বাড়ির অন্য সদস্যরা তো কোনও কথা বলতে চায়নি।

author-image
Joyprakash Das
New Update
ED is trying to nab Sheikh Shahjahans Brother sirajuddin

Sheikh Shahjahan: শেখ শাহজাহান।

Sheikh Shahjahan: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপর হামলা চালিয়েও শেষমেশ পার পাননি সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। পরে গ্রেফতার হয়েছে শাহজাহানের ছোট ভাই শেখ আলমগিরও। এবার আরেক ভাই শেখ সিরাজুদ্দিনকে হন্যে হয়ে খুঁজছেন ইডির তদন্তকারীরা। সূত্রের খবর, লোকেশন ট্র্যাক করেও সিরাজউদ্দিন ফসকে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে। জায়গা বদল করে ইডিকে ফাঁকি দিয়ে চলেছে সে।

Advertisment

বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেলেও খোদ শাহজাহানের গড় সন্দেশখালি বিধানসভা এলাকায় বিজেপি লিড পেয়েছে। শাহজাহানের বুথেও খাপ খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। নির্বাচনের দিন শাহজাহানের বাড়ির লোকজন অন্য ভাইদের নিয়ে টু শব্দটিও করেনি। তবে ধৃত আলমগিরের শাশুড়ির দাবি, তাঁর জামাই নির্দোষ। ছোটোখাটো ব্যবসা করে সংসার চালায় সে। বাড়ির অন্য সদস্যরা তো কোনও কথা বলতে চায়নি।

সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন জায়গা বদল করে গা ঢাকা দিচ্ছে শেখ সিরাজউদ্দিন। তিনদিন আগে এই জেলার নদী তীরবর্তী সীমান্ত এলাকায় সিরাজের মোবাইল লোকেশন পায় ইডি। কয়েক মাস আগে এই জেলার আরেক জায়গায় সিরাজউদ্দিনের মোবাইল লোকেশন পেয়েছিল ইডি। কিন্তু এখনও অধরা সিরাজ।

আরও পড়ুন- Mamata Banerjee: জেনারেল ক্যাটাগরি, সংখ্যালঘু পড়ুয়ারা এখবর আগে পড়ুন! ‘স্বপ্নের দরজা’ খুলে দিলেন মুখ্যমন্ত্রী

সিরাজউদ্দিনকে তদন্তের জন্য খুঁজে পেতে তৎপর ইডি, আদালতে ইতিমধ্যেই জানিয়েছে তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এক-দেড় মাস আগে সন্দেশখালির বেড়মজুর এলাকায় বিক্ষোভের সময় বাইকে চেপে পালাতে দেখা গিয়েছিল সিরাজউদ্দিনকে। তারপর থেকে ট্রেস করা যাচ্ছে না সিরাজউদ্দিনকে।

আরও পড়ুন- মোদীকে ‘ভগবান’ মানেন! হঠাৎ কী ঘটল? চুল-দাড়ি কেটে ফেললেন পূর্ব বর্ধমানের এই ব্যক্তি

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। তাঁর সঙ্গে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যোগসাজোশ ছিল বলেই ইডির দাবি। ইডির ওপর হামলা ছাড়াও সিরজউদ্দিনকে গ্রেফতার করে তদন্তে এগোতে চাইছে ইডি। সূত্রের খবর, বারে বারে স্থান পরিবর্তন করে গা ঢাকা দিচ্ছেন সিরাজউদ্দিন। সেল্টার বদল করেই চলেছেন। এদিকে তদন্তকারীরা তক্কে তক্কে আছে সিরাজউদ্দিনকে তালুবন্দি করার জন্য।

West Bengal ED Sandeshkhali sheikh shahjahan tmc
Advertisment