নিয়োগ দুর্নীতি মামলায় এবার বেনজির পদক্ষেপ করল ইডি। নিয়োগ কেলেঙ্কারি মামলায় এবার কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য। তৃণমূল বিধায়কের ছেলের নামে এবার লুক আউট সার্কুলার জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে সৌভিকের নামে লুক আউট সার্কুলার জারির কথা জানিয়েও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় এবার অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি ধৃত মানিক ভট্টাচার্যের ছেলের নামে লুক আউট সার্কুলার জারি করল ইডি। উল্লেখ্য, ইতিমধ্যেই নিয়োগ কেলেঙ্কারির মামলায় ইডি যে চার্জশিট দাখিল করেছে তাতে সৌভিকের নাম রয়েছে। ইডির বিশেষ আদালতে সৌভিক ভট্টাচার্য জামিনেরও আবেদন করে রেখেছেন।
আরও পড়ুন- West Bengal Budget 2023 Live Updates: জনমুখী প্রকল্পের গতি মসৃণ রাখতে বাজেটে আজ আয় বাড়ানোয় নজর
তাঁর সেই আবেদনের শুনানি হতে পারে আগামী ২২ ফেব্রুয়ারি। তবে ইডি সূত্রের খবর, তদন্তকারী অফিসারর আশঙ্কা করছেন, যে এবার হয়তো গা ঢাকা দিতে পারেন সৌভিক ভট্টাচার্যও। সেই কারণেই আগেভাগে সৌভিকের নামে লুক আউট সার্কুলার জারি করে রাখল ইডি। সূত্রের খবর, মানিক ভট্টাচার্য তাঁর ছেলে সৌভিকের নামেও বিপুল সম্পত্তি কিনে রেখেছেন। সৌভিক নিজেও দুর্নীতির কালো টাকা অন্য ভাবে কাজে লাগিয়েছেন বলেও তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন।
এছাড়াও নিয়োগ দুর্নীতির কালো টাকা সৌভিক অন্যভাবেও ব্যয় করেছেন বলেও সূত্রের খবর। মোটের উর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম লুকক আউট নোটিস জারি করার মতো পদক্ষেপ করল কেন্দ্রীয় সংস্থা ইডি।