জেরায় মুখে কুলুপ এঁটেছেন রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে নতুন নতুন জায়গায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তদন্তকারীদের নয়া নিশানা সল্টলেকের বিডি ব্লকের একটি বাড়ি। ওই বাড়িতে নাকি জ্যোতিপ্রিয়র নিয়মিত যাতায়াত ছিল।
সল্টলেকে বিসি ব্লকে মন্ত্রীর বাড়ি। অদূরেই বিডি ব্লক। জানা গিয়েছে, সল্টলেকের বিডি ব্লকে একটি বাড়িতে নিয়মিত আসা যাওয়া ছিল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কেন এই বাড়িতে বনমন্ত্রী আসতেন? সে বিষয়ে কিছু জানাতে না পারলেও স্থানীয়দের দাবি, মন্ত্রীর গাড়ি আসতে দেখেছেন এই বাড়ির সামনে। এ বিষয়ে ইডির তদন্তকারীরা নয়া তথ্য পেতে মরিয়া।
রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন তিনি। এই মামলায় ইডির হাতে প্রথম গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমান। সূত্রের খবর, বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য হাতে এসেছে ইডি আধিকারিকদের হাতে। তারপরই মন্ত্রীকে হেফাজতে নিয়ে জেরা করতে থাকে ইডি। তবে তদন্তকারীদের কোনও প্রশ্নেরই জবাব দিচ্ছেন না জ্যোতিপ্রিয়।
সূত্রের খবর, একাধিক জায়গায় যাতায়াত ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। এমনই একটি বাড়ির হদিশ মিলল সল্টলেকের বিডি ব্লকে। প্রতিবেশীদের দাবি, এই বাড়িতে মাঝেমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি আসতে দেখেছেন তাঁরা। তবে কেন জ্যোতিপ্রিয় মল্লিক এখানে আসতেন বা এই বাড়ির মালিকের সঙ্গে তাঁর কি যোগাযোগ রয়েছে সে বিষয়ে তাঁরা কিছু জানেন না। সূত্রের খবর, বিডি ব্লকের এই বাড়িটি এক ব্যবসায়ীর। তবে বাড়ির সামনে এক চিকিৎসকের নেমপ্লেট লাগানো রয়েছে। যদিও এই মুহূর্তে বাড়িটিতে কারও দেখা মেলেনি।
আরও পড়ুন- তুফানি ঠান্ডার জামাটি আমেজ দিন কয়েকেই? শীত নিয়ে রইল জোরালো আপডেট
ডাক্তারের নেমপ্লেট দেখে জানা গিয়েছে, তিনি এনেস্থেসিয়া এবং ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। পাশাপাশি এই বাড়ির বাড়ির সঙ্গেই বেশ কয়েকটি কোম্পানির নামের সাইনবোর্ড লাগানো রয়েছে। কোম্পানিগুলো হল কিং প্রাইভেট লিমিটেড, কুইন ক্যাটারিং, জি এস আর মেডিকো। এই কোম্পানিগুলির সঙ্গে এই বাড়ির মালিক কীভাবে যুক্ত বা জ্যোতিপ্রিয় মল্লিক এখানে কেন আসতেন বা, তার কি যোগাযোগ রয়েছে তা এখনও জানা যায়নি। এই বাড়ির সামগ্রিক কর্মকাণ্ডের দিকে নজর দিয়েছে ইডি।