Advertisment

বালুর হাত ধরেই রাতারাতি ফুলেফেঁপে ঢোল? ইডির নজরে জ্যোতিপ্রিয়র কোন ঘনিষ্ঠরা?

রেশন দুর্নীতির তদন্তের গতি বাড়াতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

author-image
Joyprakash Das
New Update
ED may summon some municipality chairman and vice chairman close to Jyotipriya Mallick

প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। এই পুরসভার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। পাশাপাশি আরও কিছু পুরকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সূত্রের খবর, এখানেই থমকাচ্ছে না ইডির তদন্ত। উত্তর ২৪ পরগনার ২৭টি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ইডির নজরে রয়েছে। এই পুরসভাগুলির কর্তা ও কাউন্সিলররা অনেকেই আবার জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ।

Advertisment

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি মাস্টারমাইন্ড অয়ন শীল। ইতিমধ্যে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতেও তল্লাশি করেছে ইডি। রাজ্যে সব থেকে বেশি পুরসভা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলাতেই। এই জেলায় দীর্ঘ দিন তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, বিশেষত জেলার ২৭টি পুরসভার যেসব পুরপ্রধান বা উপ পুরপ্রধান জ্যোতিপ্রিয়র অত্যন্ত ঘনিষ্ঠ মূলত সেদিকেই নজর রয়েছে ইডির। ইডি মনে করছে, জ্যোতিপ্রিয় সম্পর্কে এঁরা অনেক তথ্য দিতে পারবে। নতুন তথ্য পেলে তদন্তের গতি বাড়বে।

আরও পড়ুন: < শক্তিশালী ভূমিকম্পের প্রভাব ভারতেও! এক মাসে তিনবার কম্পন, নেপথ্যের কারণ কী? >

সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জেলার কাউন্সিলরদের বড় অংশের সম্পত্তি বেড়েছে হু হু করে। এদের অনেকের জীবনযাত্রার মান দেখে সাধারণ মানুষের চক্ষু একেবারে চড়কগাছ। এদের অনেকেই জ্যেতিপ্রিয়র হাত ধরে ক্ষমতার কেন্দ্রে পৌঁছেছেন। সূত্রের খবর, আগামী দিনে এই সমস্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে ইডি। ইতিমধ্যে বেশ কয়েকজন পুরকর্তা ও কাউন্সিলরকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এদের সঙ্গে জ্যোতিপ্রিয়র যোগসূত্র রয়েছে বলেই ধারণা তদন্তকারীদের।

আরও পড়ুন- নিরিবিলি সাগরতটে আশ্চর্য্য নীরবতা! কলকাতার কাছেই অপূর্ব এই সমুদ্রপাড়ে অপার শান্তি!

এদিকে এখনও অবধি সেভাবে তদন্তকারীদের সামনে মুখ খোলেননি জ্যোতিপ্রিয়। সূত্রের খবর, মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিত দাসের ডায়েরিতে বালুদা বলে নাম উল্লেখ রয়েছে। ডায়েরিতে আছে নানা ধরনের লেনদেনের হিসেব। জ্যেতিপ্রিয়র ডাকনামও বালু। জানা গিয়েছে, জেরার সময় মন্ত্রী বলেছেন, "ওই ডায়েরিতে কী লেখা আছে তা আমি জানি না। যাঁর ডায়েরি তিনিই বলতে পারবেন। কে লিখেছে? কেন লিখেছে? আমি কিছুই জানি না।" জেরার প্রথম দিন থেকেই একপ্রকার মুখ বন্ধ রেখেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

West Bengal ED Jyotipriyo Mallick Bengal Ration Distribution Scam
Advertisment