Advertisment

Sandeshkhali Investigation: শাহজাহান যোগ, ভোট আবহেই এবার মমতার দুই মন্ত্রীকে তলবের সম্ভাবনা ইডি-র!

Sheikh ShahJahan: এই মামলায় আগামী এক মাসের মধ্যে চার্জশীট দিতে পারে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, West Bengal

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ED may summon two ministers of Bengal: গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তারপর দীর্ঘ দিন নিখোঁজ ছিলেন সন্দেশখালির এই দাপুটে তৃণমূল নেতা। সেই থেকে শাহজাহান কেন্দ্রীক নানা নয়া ঘটনা ঘটেই চলেছে। সন্দেশখালিতে মহিলাদের আন্দোলন থেকে শাহজাহানের সঙ্গীদের গ্রেফতার। একেবারে শেষে হল অস্ত্র উদ্ধার। সূত্রের খবর, এবার শাহজাহান যোগে রাজ্যের দুই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে ইডি। পাশাপাশি এই মামলায় আগামী এক মাসের মধ্যে চার্জশীট দিতে পারে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisment

ইডি সূত্রের খবর, শাহজাহানের সঙ্গে একাধিক লেনদেন সম্পর্কিত তথ্য মিলেছে। এই লেনদেনের ঘটনা শাহজাহান তদন্তে নয়া মোড় নিতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। জানা গিয়েছে, দুই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে বিজেপির এক সাংসদ প্রার্থী রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে সরাসরি শাহজাহানের লেনদেনের অভিযোগ করেছিলেন প্রকাশ্যে। যদিও এখনও কাদের তলব করা হতে পারে সেই নাম প্রকাশ্যে আনেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন- Adhir Chowdhury: ভোট-বঙ্গে তুমুল বিতর্কিত মন্তব্য অধীরের, লাভের গুড় খেতে একসঙ্গে ঝাঁপাল তৃণমূল-বিজেপি

রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে গ্রেফতারের পর ব্যবসায়ী বাকিবুর রহমানকেও গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। খাদ্য দুর্নীতি মামলায় নাম উঠে আসে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের। চলতি বছর ৫ জানুয়ারি তাঁর বাড়িতে তল্লাশি করতে যায় ইডি। শাহজাহান বেপাত্তা হওয়ার পর থেকে সন্দেশখালি উত্তপ্ত হতে শুরু করে। তারপর একের পর এক ঘটনা ঘটতে শুরু হতে থাকে। পোল্ট্রি ফার্মে আগুন থেকে শাহজাহানের সঙ্গী তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সরদারকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি সন্দেশখালি থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। এরইমধ্যে সন্দেশখালি থেকে আন্দোলনকারী রেখা পাত্রকে বিজেপি বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীও করে দেয়। তবে তদন্ত এবার নয়া মোড় নিতে চলেছে। শাহজাহানের সঙ্গে দুই মন্ত্রীর লেনদেনের যোগ খতিয়ে দেখছে ইডি। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে আদালতে চার্জশীট পেশ করতে চলেছে ইডি।

লোকসভা নির্বাচনের আবহে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক ও নেতা শিক্ষা নিয়োগ দুর্নীতি ও খাদ্য় দুর্নীতি মামলায় জেল বন্দি আছেন{ তৃণমূল কংগ্রেসের অভিযোগ ইডি, সিবিআই, এনআইএসহ সমস্ত কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি{ দলের স্থানীয় ভোট ম্যানেজারদেরও টার্গেট করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের{ এবার শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে নতুন কাদের নাম উঠে আসে সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Mamata Government sheikh shahjahan tmc sandeshkali ed seikh shahjahan tmc Sandeshkhali
Advertisment