Advertisment

'রাজ্যের বঙ্গবিভূষণ বয়কট করুন', অমর্ত্য-অভিজিৎ বিনায়কদের চিঠি সুজনের

রাজ্য সরকারের বিরুদ্ধে এবার সমাজের বিশিষ্টদের একজোট হওয়ার ডাক বাম নেতা সুজন চক্রবর্তীর।

author-image
IE Bangla Web Desk
New Update
ed partha chatterjee sujan's appeals amartya, abhijit to refuse bangabibhusan

বিশিষ্টদের চিঠি সুজনের।

তৃণমূলের বিরুদ্ধে আবারও একটা জ্বলন্ত ইস্যু হাতে পেয়ে আর সুযোগ ছাড়তে নরাজ সিপিএমও। রাজ্য সরকারের বিরুদ্ধে এবার সমাজের বিশিষ্টদের একজোট হওয়ার ডাক বাম নেতা সুজন চক্রবর্তীর। অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের মতো নোবেলজয়ীদের রাজ্যের বঙ্গবিভূষণ সম্মান বয়কটের আবেদন সুজন চক্রবর্তীর। রীতিমতো চিঠি লিখে এই আবেদন করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রীকেও এদিন নিশানা করেছেন সুজন।

Advertisment

শনিবার সকালেই এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা ইডি। এর আগে শুক্রবার সকালে রাজ্যের শিল্পমন্ত্রীর নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। সেই থেকে একটানা একদিনেরও বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায়কে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। ইডির বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন পার্থ। শেষমেশ এদিন সকালেই তাঁকে গ্রেফতার করে ইডি।

আরও পড়ুন- SSC দুর্নীতির শিকড়ের খোঁজে ED, পার্থকে পেশ ব্যাঙ্কশাল আদালতে

এদিকে, এসএসসি দুর্নীতি মামলায় খোদ রাজ্যের শিল্পমন্ত্রীর গ্রেফতারিতে সোচ্চার বামেরা। আগামী ২৫ তারিখ রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মান তুলে দেওয়ার কথা রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যেপাদ্যায়দের হাতে। নোবেলজয়ীদের রাজ্যের দেওয়া সেই সম্মান বয়কটের আবেদন জানিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। এদিন তাঁদের চিঠি দিয়ে সুজন চক্রবর্তী লিখেছেন, ''রাজ্যের বঙ্গবিভূষণ সম্মান বয়কট করুন।''

আরও পড়ুন- ‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, তাঁকে পাইনি’, গ্রেফতারের পর বললেন পার্থ

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে মুখ্যমন্ত্রী কিছুতেই দায় এড়াতে পারেন না বলে মনে করেন সুজন চক্রবর্তী। সুজনের কথায়, ''মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠরা অপরাধে যুক্ত। তিনি এর দায় আস্বীকার করবেন কীভাবে?'' মমতা বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনি করে সিপিএম নেতা আরও বলেন, ''রাজীব কুমারের সময়ে তো রাস্তায় বসেছিলেন। এবার সিজিও কমপ্লেক্সের সামনে গিয়ে কখন বসবেন?'' বামেদের পাশাপাশি বিজেপিও এসএসসি দুর্নীতি ইস্যুতে তুলোধনা করছে রাজ্য সরকারকে। আজ থেকেই রাজ্যের বিরুদ্ধে ঝাঁঝালো প্রতিবাদের পথে গেরুয়া শিবির।

আরও পড়ুন- অর্পিতার বাড়িতে টাকার পাহাড়, উচ্চ শিক্ষা দফতরের নাম লেখা খামে ঠাসা নোটের বাণ্ডিল

sujan chakraborty partha chatterjee amartya sen ED Abhijit Banerjee WB SSC Scam
Advertisment