Advertisment

সারদাকাণ্ডে তৃণমূল সাংসদ ডেরেককে জিজ্ঞাসাবাদ ইডি-র

সারদাকাণ্ডে ডেরেক ও’ব্রায়েনকে জিজ্ঞাসাবাদ ইডির। শুক্রবার ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে যান ডেরেক।

author-image
IE Bangla Web Desk
New Update
derek o'brien, ডেরেক ও’ব্রায়েন

শুক্রবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ঢোকার মুখে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। ছবি- জগদীশ সাধুখাঁ

সারদাকাণ্ডের তদন্তে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে জিজ্ঞাসাবাদ ইডির। শুক্রবার ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে যান ডেরেক। এর আগে হাজিরা দেওয়ার জন্য ডেরেককে তলব করেছিল ইডি। অগাস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে ডেরেককে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তলবের কথা নিজেই টুইট করে জানিয়েছিলেন তৃণমূল সাংসদ।

Advertisment

আরও পড়ুন: টাকা ফেরত নিয়ে কোনও কথা হয়নি ইডির সঙ্গে: শতাব্দী

কেন ডেরেককে সিবিআই তলব?

সূত্র মারফৎ জানা গিয়েছে, তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়েই মূলত ডেরেককে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। উল্লেখ্য, জাগো বাংলার প্রকাশক ডেরেক। ডেরেককে তলবের খবর নিশ্চিত করে এক সিবিআই আধিকারিক জানিয়েছিলেন, ‘‘চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে ডেরেককে নোটিস পাঠানো হয়েছে’’।

আরও পড়ুন: ‘সারদাকাণ্ডে তৃণমূলের সব পদাধিকারীকেই ডাকবে সিবিআই’, জিজ্ঞাসাবাদ শেষে বিস্ফোরক দীনেশ ত্রিবেদী

প্রসঙ্গত, বৃহস্পতিবার সারদাকাণ্ডে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় শতাব্দীকে। ইডি দফতরে বেশ কিছু নথি পেশ করেছেন শতাব্দী। জিজ্ঞাসাবাদ শেষে শতাব্দী জানান, ‘‘সম্পূর্ণ সহযোগিতা করেছি। প্রয়োজনে ওঁরা আবার ডাকলে সাহায্যের জন্য আসব’’।

আরও পড়ুন: ‘পার্থবাবু নিষেধ করেছেন’, বৃহস্পতিবার ইস্তফা দিলেন না বৈশাখী

উল্লেখ্য, লোকসভা ভোটের পরই সারদা তদন্তে জোর তৎপরতা শুরু করেছে ইডি-সিবিআই। শতাব্দী, ডেরেকের পাশাপাশি ইতিমধ্যেই এ মামলায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কয়েকদিন আগে চিত্রশিল্পী শুভাপ্রসন্নকেও এ মামলায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

tmc
Advertisment