/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ED-1.jpg)
ED Raid: রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, বিধায়কের বাড়িতে ইডির অভিযান।
ED Raid: ফের শহর কলকাতায় সাঁড়াশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে সল্টলেক সিজিও কমল্পেক্স থেকে ইডির (ED) একাধিক দল বিভিন্ন দিকে বেরোয়। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) বাড়িতে হানা দেয় ইডি। এরই পাশাপাশি বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের (Tapash Roy) বাড়িতেও পৌঁছে যায় ইডির আরও একটি দল। এছাড়াও উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছে যায় ইডির অন্য একটি দল। পুর নিয়োগ দুর্নীতি-সহ একাধিক তদন্তের প্রেক্ষিতেই এই অভিযান বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
ফের অলআউট অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়েকদিনের ব্যবধানে ফের একবার অলআউট বিরাট অভিযানে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার সাতসকালে ইডির একটি দল পৌঁছে যায় দমকলমন্ত্রী সুজিত বসুর লেকটাউনের বাড়িতে। তৃণমূলের হেভিওয়েট নেতা সুজিত বসুর বাড়ির দরজায় পৌঁছে বারবার কলিং বেল বাজালেও ভিতর থেকে কোনও আওয়াজ আসছিল না। বেশ কিছুক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন ইডির অফিসাররা। তারপর এক ব্যক্তি এসে দরজা খুলে দিলে তাঁরা ভিতরে ঢোকেন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ED-2.jpg)
মন্ত্রী সুজিত বসুর বাড়ির বাইরে পাহারায় কেন্দ্রীয় বাহিনী।
এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযানে যায় কেন্দ্রীয় সংস্থা। মন্ত্রীর পরপর দুটি বাড়ির চারপাশ ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে এলাকায় রয়েছে রাজ্য পুলিশও। উল্লেখ্য, গত বছর পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) সুজিত বসুকে তলব করেছিল। যদিও তিনি সেবার হাজিরা দেননি।
এদিন সুজিত বসু ছাড়াও তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা তথা বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ইডির আরও একটি দল হানা দিয়েছে। শুক্রবার বি বি গাঙ্গুলি স্ট্রিটে তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডির একটি টিম। তবে এর আগে তৃণমূলের এই বর্ষীয়ান নেতার নাম কোনও দুর্নীতিতে জড়ায়নি। সেই কারণেই তাঁর বাড়িতে ঠিক কীসের ভিত্তিতে ইডির এই অভিযান তা এখনও স্পষ্ট হয়নি। এদিন ইডির অফিসাররা বিধায়ক তাপস রায়ের বাড়িতে ঢুকে তাঁর সঙ্গে কথা বলছে বলে জানা গিয়েছে। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ED-3.jpg)
তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
আরও পড়ুন- Seikh Shahjahan: সন্দেশখালির শাহজাহান কাণ্ডের পর আফটার শক চলছেই! ED-র তদন্ত টিমে বড় বদল
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ED-4.jpg)
তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
এছাড়াও উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও এদিন হানা দেয় ইডি। জানা গিয়েছে, পুর নিয়োগ দুর্নীতির মামলার প্রেক্ষিতেই কেন্দ্রীয় সংস্থার এই অভিযান। মোটের উপর কয়েকদিনের ব্যবধানে ইডির এই অলআউট অভিযান ঘিরে রাজ্য রাজনীতির পারদকিন্তু অনেকটাই চড়ে গেল।