Advertisment

Seikh Shahjahan: সন্দেশখালির শাহজাহান কাণ্ডের পর আফটার শক চলছেই! ED-র তদন্ত টিমে বড় বদল

Sandeshkhali ED Attacked: সন্দেশখালি কাণ্ডের ৬ দিন পরেও এখন অধরা মূল অভিযুক্ত শেখ শাহাজাহান। তৃণমূল নেতাকে ধরতে ইতিমধ্যেই বেশ কিছু নতুন পরিকল্পনা হাতে নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রের একাধিক সংস্থা জাল পেতেছে শাহাজানকে বাগে পেতে। এদিকে, বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ শাহাজানের সঙ্গে নাকি মুখ্যমন্ত্রীর সমঝোতা হচ্ছে। কোথায় শাহাজাহান আছে তা জেনেও পুলিশও নাকি তৎপর হচ্ছে না। যদিও সুকান্ত মজুমদারের এই দাবির পাল্টা কোনও প্রতিক্রিয়া রাজ্য প্রশাসনের তরফে মেলেনি।

author-image
Joyprakash Das
New Update
TMC leader Sheikh Shahjahan, Sheikh Shahjahan Arrested, Sandeshkhali Case News

TMC leader Sheikh Shahjahan Arrested: শেখ শাহজাহান গ্রেফতার।

Seikh Shahjahan: এক সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডের জেরে নানা ঘটনা ঘটে চলেছে। এর আগে দিল্লি থেকে ছুটে এসেছিলেন ইডির (ED) ডিরেক্টর রাহুল নবীন। প্রথম দফায় ইডির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আবার কেন্দ্রীয় বাহিনী সহ অন্যদের সঙ্গেও আলোচনা করেছেন ইডির ডিরেক্টর। সূত্রের খবর, রেশন দুর্নীতির তদন্ত থেকে এবার সরিয়ে দেওয়া হল তদন্তকারী আধিকারিককে।

Advertisment

ইডি অধিকর্তা রাহুল নবীন কলকাতা থেকে ঘুরে যাওয়ার পরেই রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তকারী আধিকারিককে বদল করা হল। জানা গিয়েছে, রবীন্দ্র দাহিয়ার বদলে তদন্তের দায়িত্ব বর্তাল প্রশান্ত চান্দ্রিলের ওপর। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও সরকারি ভাবে এই বদলের কথা ঘোষণা করেনি।

গত ৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহাজাহানের (Seikh Shahjahan) বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ। আচমকা শাহজাহান অনুগামীদের হামলায় মাথা ফেটেছিল এক ইডি আধিকারিকের। জখমও হয়েছিল কয়েকজন। সিআরপিএফ সঙ্গে থাকা সত্ত্বেও রীতিমতো প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছিলেন তদন্তকারীরা।

মনে করা হচ্ছে, সন্দেশখালির ঘটনায় সিআরপিএফের সঙ্গে সমন্বয়ের অভাব ছিল ইডির। ঘটনার সময় বাকি আধিকারিকদের অরক্ষিত রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, ইডি অধিকর্তার সঙ্গে বৈঠকে আইজি সিআরপিএফ ঘটনার জন্য ইডির দিক থেকে সমন্বয় এর অভাবকে দায়ী করেছেন। তল্লাশির সময় আরও সতর্ক থাকার কথা বলেছেন আধিকারিকরা।

আরও পড়ুন- FIR against ED: শেখ শাহাজাহানের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ‘চুরি’, ED-কে প্যাঁচে ফেলে সাংঘাতিক মামলা!

এদিকে সন্দেশখালির ঘটনার পর থেকে বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহাজাহান। গত শনিবার অডিও বার্তা দেওয়ার পর গোপন আস্তানা থেকে আর কোনও সাড়া শব্দ দেননি সন্দেশখালির 'ভাই'। রাজ্য পুলিশ কর্তা রাজীব কুমারের হুঙ্কারের পরও কোনও নড়চড় নেই। শাহজাহানকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ন্যাজাট থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।

আরও পড়ুন- Sukanta Majumdar: সন্দেশখালির শেখ শাহাজাহানের বাড়ি গুঁড়িয়ে দেবে বুলডোজার? চরম হুঁশিয়ারি সুকান্তর!

রেশন দুর্নীতি তদন্তে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), ব্যবসায়ী বাকিবুর রহমান (Bakibur Rahman), বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে (Shankar Adhya) গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। শাহজাহানও উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা। ইডিতে নতুন তদন্তকারী আধিকারিক আসার পর রেশন দুর্নীতি তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে অভিজ্ঞ মহল। ঘটনার পর এক সপ্তাহ পার হতে চললেও এখনও বেপাত্তা শাহজাহান।

West Bengal seikh shahjahan Ration Scam ED Sandeshkhali
Advertisment