Advertisment

ED raids in West Bengal: রাজ্যে দুর্নীতির তদন্তে তৎপর ED, লক্ষণ শেঠের বাড়ি-মেডিক্যাল কলেজে হানা

ED raids West Bengal Medical Colleges: এই বিষয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। তার পরেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। তদন্তের সূত্রেই দেশব্যাপী এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে।

author-image
Debanjana Maity
আপডেট করা হয়েছে
New Update
laxman_seth

ED raids West Bengal Medical Colleges: মেডিক্যালে দুর্নীতির অভিযোগে এবার প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের বাড়িতে ইডির হানা। মঙ্গলবার সকাল থেকে লক্ষণ শেঠের বাড়ি এবং তাঁর মেডিক্যাল কলেজে বিভিন্ন বিষয় নিয়ে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

Advertisment

জানা গেছে, হলদিয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত লক্ষ্মণ শেঠের বাড়ি অঙ্গীকারে প্রথমে সকাল সকাল হাজির হন ইডির আধিকারিকরা। 

এরপর সেখান থেকে বেরিয়ে লক্ষ্মণ শেঠের মেডিক্যাল কলেজে যান তাঁরা। ডাক্তারিতে এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ইডি-র কাছে সেই অভিযোগ জমা পড়ার পর শুরু হয় তদন্ত। 

আর সেই তদন্তের সূত্র ধরেই এদিন রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে। রাজ্যের একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে এই অভিযোগের তালিকায়। তার মধ্যে অন্যতম লক্ষ্মণ শেঠের এই কলেজ।

আরও পড়ুন আজও শিকে ছিঁড়ল না পার্থর, জামিন মামলার শুনানিতে আইনজীবীদের দুষল সুপ্রিম কোর্ট

মঙ্গলবার সকাল থেকে রাজ্যের ৮টি বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। শুধু রাজ্যের ৮টি কলেজেই নয়, সারা দেশে এই ধরনের ২৮টি বেসরকারি কলেজে অভিযান কেন্দ্রীয় সংস্থার। জানা গিয়েছে, এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতির মামলায় তদন্তে নেমেছে ইডি। 

এই বিষয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। তার পরেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। তদন্তের সূত্রেই দেশব্যাপী এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে।

 

Medical students Enforcement Directorate West Bengal ED Scam
Advertisment