Advertisment

Partha Chatterjee: আজও শিকে ছিঁড়ল না পার্থর, জামিন মামলার শুনানিতে আইনজীবীদের দুষল সুপ্রিম কোর্ট

Supreme Court-Partha Chatterjee: সুপ্রিম কোর্টে আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি ছিল। সেই শুনানিতেই এদিন আইনজীবীদের কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন বিচারপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Partha Chatterjee, Supreme Court,Bail,Recruitment Scam,পার্থ চট্টোপাধ্যায়,সুপ্রিম কোর্ট,নিয়োগ দুর্নীতি

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে।

Partha Chatterjees bail hearing adjourned in Supreme Court: ফের পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদনের শুনানি স্থগিত হয়ে গেল। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্টে এর আগের শুনানিতেও আইনজীবীদের কড়া তোপের মুখে পড়তে হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ইস্যুতে বিভিন্ন তথ্য জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালত। সে ব্যাপারে বেশ কিছু রিপোর্ট আজ আদালতে জমা দেওয়ার কথা ছিল আইনজীবীদের। সেই রিপোর্ট এসে না পৌঁছনোয় আজ ফের একবার আইনজীবীদের কড়া ভাষায় তোপ দেগেছেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি। সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানিও আজ স্থগিত হয়ে গিয়েছে।

Advertisment

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন। এই মামলায় আগেই অর্পিতা মুখোপাধ্যায়, শান্তনু বন্দোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা, কুন্তল ঘোষরা জামিনে ছাড়া পেয়েছেন। "পার্থ চট্টোপাধ্যায় প্রবীণ একজন ব্যক্তি। তাঁর নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে। তাছাড়া এখন তিনি আর প্রভাবশালীও নন।" এত সব যুক্তি দেখিয়ে এবং এই মামলায় আগে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনের জামিনে মুক্তির তথ্য তুলে ধরে সুপ্রিম কোর্টের পার্থর হয়ে জামিন সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি। বেশ কিছু তথ্য এদিন জানতে চেয়েছিলেন বিচারপতি।

পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর একদিকে যেমন তাঁকে জেরা করেছে ED তেমনই CBI-ও তাঁকে জেরা করেছে। পার্থ চট্টোপাধ্যায় ইডির হেফাজতে কতদিন ছিলেন এবং সিবিআই হেফাজতে কতজন ছিলেন, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- Khirai: বিপর্যয় কাটিয়ে সেজে উঠছে বাংলার ফুলের স্বর্গরাজ্য! এই শীতে যাবেন নাকি ক্ষীরাই?

আরও পড়ুন- Purba Bardhaman News: ছিনতাইয়ের গল্প ফেঁদেও হল না শেষ রক্ষা! মালিককে ঠকিয়ে শ্রীঘরে কর্মচারী

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার প্রথম দিনের শুনানিতেই এই সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছিল। আইনজীবীরা এই সমস্ত তথ্য আদালতে জমা করতে দেরি করেছেন। সেই কারণেই দ্বিতীয় দিনেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি স্থগিত হয়ে গিয়েছে। তারই জেরে সুপ্রিম কোর্টের বিচারপতি এদিন আইনজীবীদের কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন।

আরও পড়ুন- West Bengal Weather Update: হাড়কাঁপানো শীতের জোরালো ইঙ্গিত! কবে থেকে? কলকাতার পারদ কোথায় নামতে পারে জানেন?

partha chatterjee supreme court Recruitment Scam
Advertisment