Advertisment

ED Raid: রাজ্যে ফের মিলল টাকার পাহাড়! বান্ডিল-বান্ডিল নোট উদ্ধার দাপুটে মন্ত্রীর বাড়ি থেকে

Chandranath Sinha: রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের মুখে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিরোধীরা কটাক্ষে ধুয়ে দিচ্ছে শাসকদলকে। উল্টোদিকে, শাসকদল তৃণমূল অবশ্য রাজনৈতিক ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করে সুর চড়াচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ED recovered huge amount of money from house of Minister Chandranath Sinha

ED Raid: রাজ্যের মন্ত্রীর বাড়িতে মিলল টাকার পাহাড়।

Chandranath Sinha-ED Raid: আবারও রাজ্যে কাঁড়ি-কাঁড়ি টাকা উদ্ধার। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ঠিক মুখে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandra Nath Sinha) বোলপুরের বাড়িতে মিলল লক্ষ-লক্ষ টাকা। এর আগে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়িতে হানা দিয়েছিল ED। সেখানেও মিলেছেলি পাহাড় প্রমাণ টাকা। এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে মিলল ৪১ লক্ষ টাকা, এমনই খবর ইডি সূত্রের।

Advertisment

গতকালই শহর কলকাতার একাধিক এলাকার পাশাপাশি বীরভূমের (Birbhum) বোলপুরে (Bolpur) রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেন ইডির তদন্তকারীরা (ED Raid)। একটানা ১৪ ঘণ্টা ধরে ওই বাড়িতে চলে তল্লাশি, সেই সঙ্গে চলে জিজ্ঞাসাবাদও। নিয়োগ দুর্নীতির তদন্তেই ওই অভিযান বলে জানা গিয়েছিল। সেই তল্লাশিতে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে মিলেছে ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি, এমনই খবর সূত্রের। কেন্দ্রীয় সংস্থা সূত্রে আরও খবর, মন্ত্রীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। সেটির পরীক্ষার জন্য CFSL-এ পাঠানো হতে পারে।

আরও পড়ুন- Dilip Ghosh: অভিষেক ‘প্রশংসা’ করেছেন শুনেই কী বললেন দিলীপ? মন্তব্য ঘিরে সীমা ছাড়াচ্ছে চর্চা!

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়দের গ্রেফতার করেছে ED। পরবর্তী সময়ে দফায় দফায় তাদের জেরা করেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামও উঠে আসে। তারই ভিত্তিতে গতকাল ইডির অফিসাররা মন্ত্রীর বীরভূমের বাড়িতে হানা দেন। টানা চলে তল্লাশি। সূত্রের খবর, সেই তল্লাশিতেই মিলেছে ওই লক্ষ লক্ষ টাকা। শুধু টাকাই নয়, তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে। তবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন ইডিকে।

আরও পড়ুন- Abhishek Banerjee: হম্বিতম্বি করেও ঢোক গিলেছেন নওশাদ! অভিষেক ‘বধে’ প্রার্থী খুঁজতে হন্যে বিরোধীরা

এদিকে, রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারকে কেন্দ্র করে লোকসভা ভোটের মুখে (Lok Sabha Polls 2024) রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমে কটাক্ষের সুরে বলেন, "চন্দ্রেও গ্রহণ লেগেছে। সূর্যেও গ্রহণ লাগবে।" অন্যদিকে, তৃণমূল মুখপাত্র শান্তনু সেন সংবাদমাধ্যমে গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন।

Black money ED chandra nath sinha loksabha election 2024
Advertisment