নোটিসে ভুল শুধরে আজ ফের মেনকা গম্ভীরকে তলব করেছিল ইডি। সেই তলবে সোমবার ফের ইডির দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের। কয়লাকাণ্ডে ইডির আধিকারিকদের চোখা-চোখা প্রশ্নের মুখে অভিষেকের শ্যালিকা। ১৫-২০টি প্রশ্ন সাজিয়ে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় সংস্থার। মেনকা গম্ভীরের বয়ান রেকর্ড করা হচ্ছে। ৬ ঘণ্টা পার, এখনও ইডি-র জেরা চলছে মেনকা গম্ভীরকে।
এর আগে রবিবার গভীর রাতেও সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন মেনকা। তাঁর তলবি নোটিসে টুয়েলভ থার্টি AM লিখেছিল ইডি। নির্ধারিত সময়ের আগেই রবিবার রাতে ইডির দফতরে পৌঁছে গিয়েছিলেন মেনকা গম্ভীর। দফতরে গিয়ে ইডির অফিসারদেরই দেখা পাননি তিনি। পরে ইডির দফতর থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যান তিনি।
কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নোটিসের ভুল শুধরে নিয়ে সোমবার ফের সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করে ইডি। এর আগে মেনকার বিদেশ যাত্রায় বাধা দেয় ইডি।
আরও পড়ুন- নিম্নচাপের জেরে টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে, দুর্যোগ কতদিন? জানাল হাওয়া অফিস
শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে আটকানো হয় মেনকা গম্ভীরকে। তিনি ব্যাঙ্কক যাওয়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে দীর্ঘক্ষণ একটি ঘরে বসিয়ে রেখেছিলেন অভিবাসন দফতরের কর্মীরা। পরে ইডির সদর দফতরের কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। বিমানবন্দরেই মেনাকাকে তলবি নোটিস ধরিয়েছিল ইডি।
তবে ইডির সেই নোটিসে ভুল ছিল বলে বলে জানানো হয়। সোমবার সকালে সেই ভুল শুধরে ফের মেনকাকে নোটিস পাঠায় ইডি। কয়লাকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ফের নোটিস পাঠায় ইডি।