এবার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে নোটিশ পাঠাল ইডি। কেষ্ট-কন্যার নামে থাকা সংস্থার আয়-ব্যায়ের হিসেব চেয়ে তাঁকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে ডেকে পাঠিয়েছে ইডি। যদিও এর আগে সিবিআই-ও তাঁকে তলব করেছিল। বন্ধুর চিকিৎসার জন্য রাজ্যের বাইরে রয়েছেন জানিয়ে সিবিআই হাজিরা এড়িয়েছিলেন কেষ্ট-কন্যা। তাই ইডির তলবে বৃহস্পতিবার সুকন্যা হাজিরা দেবেন কিনা সেটাই দেখার।
গরু পাচার মামলার তদন্তে নেমে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার নামে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি ও সিবিআই। এনএনএম অ্যাগ্রোকেম সংস্থাটির মালিকানা রয়েছে সুকন্যা মণ্ডলের নামে। এই সংস্থার আয়-ব্যায় সংক্রান্ত যাবতীয় হিসেব নিয়ে সুকন্যা মণ্ডলকে এবার ডেকে পাঠিয়েছে ইডি। এর আগে আর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআই-ও এই সংস্থার যাবতীয় নথি নিয়ে সুকন্যাকে তলব করেছিল।
আরও পড়ুন- ‘২০১৯-য়ের পরই কেন অশান্ত ভাটপাড়া’, প্রশ্ন অর্জুনের বিধায়ক-পুত্র বিজেপির পবনের
সিবিআই হাজিরা এড়িয়েছেলিন কেষ্ট-কন্যা। ইমেলে তাঁর হাজিরা এড়ানোর কথা তিনি জানিয়েছিলেন সিবিআইকে। বন্ধুর চিকিৎসার জন্য বাইরে থাকার কথা জানিয়ে সিবিআই ডাক ফেরান সুকন্যা। তাই এবার ইডির ডাকে বৃহস্পিতবার তিনি হাজিরা দেবেন কিনা সেটাই এখন দেখার। তবে সূত্র মারফত জানা গিয়েছে, এই তলবে হাজিরা এড়ালে সুকন্যা মণ্ডলকে আবারও নোটিশ পাঠিয়ে তলব করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।