Advertisment

ED: খাদ্য দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, শাহজাহানের কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য পেতে বিরাট পদক্ষেপ

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের একমাস পরে রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের নড়েচড়ে বসলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

author-image
Joyprakash Das
New Update
Sandeshkhali Incident, Sandeshkhali Incident

রেশন দুর্নীতি মামলায় ইডির সাঁড়াশি চাপে 'বেসামাল' শাহাজান

Sheikh Shahjahan : লোকসভা নির্বাচনের ফল প্রকাশের একমাস পরে রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের নড়েচড়ে বসলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ইডি তলব করল শেখ শাজাহানের ভাই সিরাজ উদ্দিন, জামাই রানাবাবু লস্কর ও গাড়ির চালক মারুফ মীরকে। ইডি চলতি সপ্তাহে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায়।

Advertisment

রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর সঙ্গে এই দুর্নীতি মামলায় যোগসাজশে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা "বেতাজ বাদশা" শেখ শাহজাহান। তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যাওয়ার সময় ইডি আধিকারিকদের ওপর হামলা চালিয়েছিল শাহজাহানের অনুগামীরা। সেই ঘটনার পৃথক তদন্ত চলছে। বেশ কিছুদিন পলাতক ছিলেন শাহজাহান। তাঁর ছোট ভাইকে পরে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। এবার পরিবারের অন্যদের জিজ্ঞাসাবাদ করে নয়া তথ্য পেতে চাইছে ইডি।

আরও পড়ুন : < Arabul Islam: পঞ্চায়েতে আরাবুলের ঘর দখল! জেলমুক্তির দিনেই তৃণমূলে অস্তিত্ব বিপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’র? >

লোকসভা নির্বাচন চলাকালীন ঢিমেতালে চলেছে ইডির তদন্ত। ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। বসিরহাট লোকসভা আসনে তৃণমূল জয় পেলেও খোদ শাহজাহানের খাসতালুকে পিছিয়ে থেকেছে তৃণমূল। এবার ফের তলব শুরু করেছে ইডি। এই তিন শাহজাহান ঘনিষ্ঠের কাছে বহু তথ্য পেতে পারে বলে মনে করছে ইডি।

Sandeshkhali ED seikh shahjahan cbi
Advertisment