Advertisment

সকালে বিদেশযাত্রায় বাধা, দুপুরে রুজিরাকে নোটিস ইডি-র

জানা গিয়েছে, কয়লা পাচার মামলার জেরেই এই সমন।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court directs ED to withdraw lookout notice against Abhishek and Rujira Banerjee in foreign travel case , বিরাট স্বস্তি অভিষেক ও রুজিরার, ইডি-কে চাপে ফেলে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের

স্বস্তি বন্দ্যোপাধ্যায় পরিবারে।

রুজিরা নারুলাকে ফের তলব করল ইডি। আগামী বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জায়াকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, কয়লা পাচার মামলার জেরেই এই সমন।

Advertisment

সোমবার সকালেই রুজিরা নারুলা দুই সন্তান সহ দুবাইয়ের বিমান ধরতে দমদম বিমানবন্দরে এসেছিলেন। সেখানেই তাঁকে আটকায় অভিবাসন দফতর। এরপর আর তাঁর নিজের গন্তব্যে যাওয়া হয়নি। বেশ কিছুক্ষণ বিমান বন্দরেই বসিয়ে রাখা হয় রুজিরাকে। এরপর বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান অভিষেক-জায়া।

সকালে এই ঘটনার পরই দুপুরে রুজিরা নারুলাকে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

উল্লেখ্য গত বছর ২৩ জুন রুজিরা নারুলাকেকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। দেখা গিয়েছিল ছোট ছেলেকে কোলে নিয়ে নির্দিষ্ট দিনে কয়লা পাচার কাণ্ডের তদন্তে ইডি দফতরে হাজিরা দিতে গিয়েছেন তিনি। যা নিয়ে সোচ্চার হন স্বয়ং অভিষেক। মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রস্ন তোলে তৃণমূল।

ইডি তদন্ত চললেও গত বছর জুন মাসে কলকাতা হাইকোর্ট অভিষেক ও রুজিরাকে বিদেশ সফরে যাওয়ার অনুমতি দিয়েছিল। ওই বছরই সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টও সেই নির্দেশই বহাল রাখে। সেই নির্দেশের ভিত্তিতেই অভিষেক চোখের অস্ত্রোপচার করাতে দুবাই ও আমেরিকা গিয়েছিলেন। তার পরেও বিমানবন্দরে কেন রুজিরাকে আটকানো তা নিয়ে এদিন প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও বিমানবন্দর সূত্রে খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরের একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি আছে। যার ভিত্তিতেই তাঁকে দমদম বিমানবন্দরে আটক করা হয়।

abhishek banerjee Coal Smuggling Case Enforcement Directorate tmc
Advertisment